আমাদের কথা খুঁজে নিন

   

কি খাচ্ছি? কি খাব? না কি না খেয়ে মারা যাব?

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

ইউরিয়া দেয়া চাল। কেমিক্যাল দেয়া সবজি ফল-মূল। ফরমালিন দেয়া মাছ। ভেজাল তেল। ডিম খেতে গেলে কচ্ছপের কি না ভাবতে হয়।

গোস্ত হলে অ্যান্থ্রাক্স আতংক। মিষ্টিতে কেমিক্যাল। দুধ তৈরী হচ্ছে রড কাটা কেমিক্যাল দিয়ে। ঘিও কৃত্তিম। চানাচুরে পোড়া মবিল।

এর জন্য কে দায়ী আমর‍া যারা খাচ্ছি, না যারা খাওয়াচ্ছে। নাকি দায়ি সরকার। কেউ যাদি এর দায়ভার না নেয় তা হলে আমরা কোথায় যাবো। তাহলে কি না খেয়ে মারা যাব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।