আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী আধুনিক শিল্পীদের গাওয়া লিরিক আর কোলকাতার লিরিক বিস্তর ফারাক

ধর্ম যার যার , বাংলাদেশ সবার

দেশ টিভিকে ধন্যবাদ ভূমি'কে আনবার জন্যে গত বেষ্পাতিবারের লাইভ দেখলাম দেশ টিভিতে.....সেখানে দেখলাম বাংলাদেশের অনেক ব্যান্ড শিল্পী, নাট্য কুশলী ও মিডিয়া জগতের অনেকেই তাদের কাছে গান শুনতে অনুরোধ জানিয়েছে..........................একটা বিষয় লক্ষ করেছি তাদের বিষয়বস্তু শুধু প্রেম বিষয়ক নয়---প্রতিটা লিরিক লেখার একটা কাহিনী আছে ......তাছাড়া ওপারের নচিকেতা, সুমন, অঞ্জন, শিলাজিৎ অনেকেরই আলাদা আলাদা বিষেশত্ব আছে যা আমাদের দেশের নেই । কিছু পেশাজিবী গীতিকার দিয়ে গান লেখানো হয় । একটা ভালো সঙ্গীতের প্রথম বৈশিষ্ট হলো গানের কথা তারপর সুর । আগের দিনে যারা গান রচনা করতেন তাদের কবি হিসেবে ধরা হত.............। যা হোক বাংলাদেশে সংগীত সংশ্লিষ্টদের কাছে নিবেদন ....আসুন আমরা বাংলা গানকে বিশ্বময় করে তুলি ভালো সুরারোপ ও গানের সৃজনী কথামালায়.....। আমাদের দেশে ভালো কন্ঠের অভাব নেই কিন্তু ভালো গীতিকার নেই। ****উপরের লেখাটি সহ আরো বিষয় নিয়ে ব্লগ লিখে উপলব্ধি করলাম আমরা ভদ্রতার সাথে সমালোচনা করতে জানি না , তীর্যকভাবে ব্যক্তিগত আক্রমন করে বসি। যা কাম্য নয় । ****

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.