আমাদের কথা খুঁজে নিন

   

ইদানিং প্রিয়ার রুপানল...

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
এ কি! অসহায় জ্বালা কেমনে সহি প্রিয়া তব রুপানলে দিবানিশি দহি, রুপ বরিষায় বিজুলীর ছটা লুকাইয়া চাঁদে যেন এলো ঘনঘটা। বৈশাখে আসে যেমন কালো বৈশাখি, ওরে! এ যে তার চঞ্চল আখি। এত রুপসুধা তার কেমনেতে রাখি কুমড়োটা লাজে মরে শ্রীবদন দেখি। শ্রীচরনে ঠাঁই পায় পাতিহাঁস ছায়া, ক্ষীনদেহ খর্বকায় ভারি মুন্ড কায়া। পদচারনায় ধরা দুলে ওঠে ভয়ে, “কৃপা কর” বসুমতি কহে রয়ে রয়ে। চুল তার কবেকার ধোয়া হয়েছিল, যে বছর জৈষ্ঠেতে তাল পেকেছিল। ওমা! এযে চুল নয় অশ্বের পুচ্ছ, কখনও বা মনে হয় পাট এক গুচ্ছ। কি বলিব আর আমি কি বলিব আর, বলিতে বলিতে মোর বলা হল ভার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।