নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানউল্যা পুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফার (৬২) ঘরের চাবি বুঝে দেওয়া ।
মুক্তিযোদ্ধা মোস্তফা জানান, গত ২৬ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মিনহাজ আহম্মেদ জাবেদ তাঁর ভাঙ্গাচোরা ঘর দেখে সেখানে একটি মজবুত টিনের ঘর করে দেয়ার প্রতিশ্র“তি দিয়েছিলেন। সেই মোতাবেক শিল্পপতি মিনহাজ আহম্মেদ জাবেদের ১৮দিনের মাথায় তাঁকে এই ঘর নির্মাণ করে দেয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন মিনহাজ আহম্মেদ জাবেদ। এসময় আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙালী, সদস্য রফিক উল্যা (নেতা রফিক), আমরা মুক্তিযোদ্ধার সন্তান নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি রুদ্র মাসুদ, নোয়াখালী জেলা মটরযান মালিক গ্র“পের সেক্রেটারী আজিজুল বাসার স্বপন ও আমান উল্যা পুর ইউনিয়নের মুক্তিযোদ্ধরা। দেড় লক্ষাধিক টাকা ব্যায়ে এই ঘর নির্মাণ করে দেয়া হয় বলে জানা যায়।
মিনহাজ আহম্মেদ জাবেদ জানান, পর্যায়ক্রমে উপজেলার ১৬ ইউনিয়নেই একজন করে দুঃস্থ মুক্তিযোদ্ধাকে টিনের ঘর করে দেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।