আমাদের কথা খুঁজে নিন

   

জারদারির বিরুদ্ধে চালু হচ্ছে ছয় দুর্নীতির মামলা

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে ছয়টি দুর্নীতির মামলা আবারও সচল হচ্ছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এগুলো আদালতে তোলা হবে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এঙ্প্রেস ট্রিবিউন। খবরে বলা হয়েছে, পাকিস্তানের দুর্নীতিবিষয়ক আদালতের বিচারকরা এসব মামলার বিচার শুরু এবং জারদারির বিরুদ্ধে সমন জারি করবেন। পাকিস্তান সুপ্রিমকোর্ট এর আগে এক রায়ে জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো আবার শুরু করার নির্দেশ দিয়েছেন। এর আগে রাওয়ালপিন্ডির দুর্নীতিবিষয়ক আলাদা তিনটি আদালতে এসব মামলার শুনানি হয়েছে।

অবশ্য বর্তমানে এসব মামলা রাজধানী ইসলামাবাদের দুর্নীতিবিষয়ক ১ নম্বর আদালতে স্থানান্তর করা হয়েছে। দুর্নীতির এ মামলাগুলোর প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তবে নিহত হওয়ার পর তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া বেনজির ভুট্টোর পরলোকগত মা বেগম নুসরাত ভুট্টোর নামও তিনটি মামলায় ছিল। কিন্তু তার মৃত্যুর পর একইভাবে তার নামও মামলা থেকে বাদ দেওয়া হয়।

এর আগে দুর্নীতির এ মামলাগুলোতে অন্য ১৫ জন অভিযুক্ত ব্যক্তি এরই মধ্যে আদালতের রায়ে অব্যাহতি পেয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য দায়মুক্তি পেয়েছিলেন আসিফ আলি জারিদারি এবং মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছিল। তিনিই এখন দুর্নীতির মামলাগুলোর একমাত্র অভিযুক্ত ব্যক্তি, যাকে এখনো বিচারের মুখোমুখি হতে হয়নি। দ্য ডন।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।