আমাদের কথা খুঁজে নিন

   

জারদারির দেশ ছাড়ার ওপর আদালতের নিষেধাজ্ঞা

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সুপ্রিমকোর্ট। আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির ইংরেজি দৈনিক এঙ্প্রেস ট্রিবিউন গতকাল এ খবর জানিয়েছে। ২০১১ সালের ২ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে মার্কিন সেনা অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে এঙ্প্রেস ট্রিবিউন। ৩ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট জারদারির ক্ষমতার মেয়াদ শেষ হবে ৮ সেপ্টেম্বর। এর মাত্র কয়েক দিন আগেই এই নিষেধাজ্ঞা জারি করা হলো। সামরিক অভিযানের ঘটনায় সেনাবাহিনী ক্ষুব্ধ হয়েছিল বলে তখন খবর প্রকাশিত হয়। এ ঘটনার পর সম্ভাব্য সেনা অভ্যুত্থান ঠেকানোর জন্য সহযোগিতা চেয়ে প্রেসিডেন্ট জারদারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি দিয়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইজাজ মানসুর নামের এক পাকিস্তানি ব্যবসায়ী এ ঘটনা ফাঁস করে দেন।

এ চিঠি তারই মাধ্যমে পাঠানো হয়েছিল বলে তিনি দাবি করেন। অনলাইন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।