আমাদের কথা খুঁজে নিন

   

জারদারির বিদায় সংবর্ধনা

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ৮ সেপ্টেম্বর আসিফ আলি জারদারির মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। গতকাল পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে সব বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হলেও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগকে (পিএমএল-এন) আমন্ত্রণ জানানো হয়নি। জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা খুরশিদ শাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই), পিএমএল-কিউ, আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), জামায়াতে ইসলামীর (জেআই) নেতাদের এবং কেন্দ্র শাসিত ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সরদার আয়াজ সাদিককেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

অন্যদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও রাজা পারভেজ আশরাফ এবং পার্লামেন্টের অধিবেশন কভার করা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে খুরশিদ শাহ জানিয়েছেন, পার্লামেন্টের বিরোধীদলীয় সব সদস্যকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাসে জাতীয় পরিষদ ভবনে বিদায়কালীন সংবর্ধনা পাওয়া প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জারদারি। অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতারা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর আগতদের উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট জারদারি। পাকিস্তানের ইতিহাসে মেয়াদ পূর্ণ করা প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছেন জারিদারি।

দ্য ডন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।