আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর ০৬



বাচ্চারা আসলে ভয়ংকর রকমের সুন্দর। তাদের কাজ ও কথায় এ সৌন্দর্য্য প্রকাশ পায় প্রতিনিয়ত। স্রষ্টাকে অসংখ্য ধন্যবাদ বাবুদের অপূর্ব সব কান্ড-কারখানা দেখার সুযোগ করে দেওয়ার জন্যে। (১৩) ৩ বছরের ছেলের অভ্যাস মায়ের চুল ধরে খেলা করতে করতে ঘুমাবে। আরেকটা বাবু হওয়ার পর কিছুদিন সে অভ্যাসে ভাটা পড়লো।

এখন আবার সে অভ্যাস ঠিক করে নিয়েছে। ২ সপ্তাহের ছোটবাবু রাতে খেয়েদেয়ে না ঘুমানো পর্যন্ত সে ঘোরাঘুরি করতে থাকে। যখনই দেখে ছোটবাবু ঘুমিয়ে পড়েছে, সাথে সাথে সে মায়ের পাশে এসে শুয়ে পড়ে। তারপর চুল আর গলা ধরে ঘুম। ছেলের অবশ্য একটা কমপ্লেইন আছে- ছোটবাবুর নাকি চোঁখ নেই।

এমনেই ছোট চোঁখ তাও আবার সারাদিন ঘুমিয়েই কাটায়। আর চোঁখ দেখতে না পেয়ে বড়জনের মনখারাপ। একদিন নিজের আম্মুকে বলেই ফেললো-"আম্মু! আমাকে বড় বড় চোঁখ একটা বাবু এনে দিবা। " এবার একটা বোনাস গল্প- একবার ছেলে তার নতুন মামীকে দেখে মা'কে বলেছিলো আমার বৌ কোথায়? । আমার সেই শ্যালকের শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ! লম্বায় যেতম-তেমন হলেও চওড়ায় দশাসই।

আর ওজন ১১০ কেজি+ তো নতুন বউ মনে হয় আর পারতেছিলো না । তাই সে ডিমান্ড ইস্যু করলো ওজন কমাতে হবে। ৯০ কেজিতে নামিয়ে আনতে হবে। নতুন বউয়ের চাপে বেচারা পুরা রোজায় মাত্র একবেলা খাবার খেতো- ইফতারীতে। ভোররাতে হালকা কিছু খেয়ে সেহরীর কাজ চালাতো।

কিন্তু ঈদের পরে ভোজনরসিক বেচারা আর পারছিলো না। একদিন বিকেলে রান্নাঘর থেকে দেখাগেলো দুমদাম শব্দ আসছে। কি ব্যাপার! খোঁজ নিয়ে দেখা গেলো নতুন বউ আমার শ্যালকের পিঠে হাত দিয়েই দুমদাম কিল বসাচ্ছে। আর শ্যালক তার মাঝেই তার খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে । রান্নাঘরে চুরি করে খেতে গিয়ে যখন ধরা পড়েছেই তখন খাবারটা খাওয়া আর বাকী থাকবে কেন!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.