*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*
সিরিয়াস ব্যাপার না তাও গত কয়েকটা দিন ধরে মনের গোমট ভাবটা কাটছেনা। হ্য়তো দেখা গেল টিভিতে কোন কিছু দেখে খুব হাসছি ...একটু পরেই দেখি হাসি উধাও,মন খারাপ করে ঘরের কাজ করছি। ঈদের সময় বাইরে ও যেতে মন চায়নি। গতকাল রাত তিনটার দিকে শাবননূর-শাকিব আর রিয়াজের ও প্রিয়া তুমি কোথায় ছবিটা দেখার সময় নুডুলস খেতে মন চাইলো। ঘরে ম্যাগী নুডুলস পেয়ে খাবার পর মনে হলো এটা আমি কি খাইলাম,এরচেয়ে না খাওয়াই ভালো ছিলো।
নুডুলস তো না যেন আমি আলাদা আলাদা করে প্রথমে কাঁচা ম্যাগী,কাঁচা ডিম খেয়ে এক গ্লাস গরম পানি খেয়েছি। রাতে ঘুমুতে যাবার আগে সিদ্ধান্ত নিলাম চায়নিজে গিয়ে নুডুলুস না খেলে আমি মরে/বেঁচে ও শান্তি পাবোনা। তখনই ব্যাগ চেক করে দেখলাম নুডুলস খাবার মত টাকা আমার কাছে আছে। সকাল থেকে আবার সেই মনভার করে পুতুলের মতন কাজ করে যাচ্ছি। সন্ধ্যায় ঘুম থেকে উঠেই নুডুলসের কথা মনে পড়লো।
সাজুগোজু করে একলাই বাসার কাছে চায়নিজে গেলাম। যাবার সময় আবার রিক্সাও পাইনি,ছাতা ও নিতে মন চাইলো না তাই বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম। সেখানে গিয়ে দেখি ঈদের পর কেউ ফ্যামিলি নয়তো তাদের বন্ধু-বান্ধবদের নিয়ে গেছে। আর আমি কিনা আমাজান জংগলের জংলী ভূতের মতন একলা খেতে চাইছি। শেষে নুডুলস অর্ডার করলাম বাসায় নিয়ে যাবো বলে।
দুই মিনিট পরেই আবার ইচ্ছা বদলে গেল,এখন খেতে ইচ্ছা করলো ফ্রাইড রাইস। অর্ডার বদলানোর সময় রিসিপশনের লোকটা ভালোই বিরক্ত হলো মনে হয়েছে। প্রায় তিনজনের জন্য ফ্রাইড রাইস,ভেজিটাবেল ,চিকেন ফ্রাই সাথে আরেকটা আইটেম ছিলো বুঝিনাই সেটা কি ...নিয়ে আসলাম। ছোটভাই দেশে গেছে তারে ফোন দিয়া বললাম আমি আজ একলা একলা চায়নিজ খাচ্ছি। ছোটো হাসতেই আছে আর বলে তোমার দুঃখটা এইবার বুঝতে পারছি,ঈদে কেউ দাওয়াত দেই নাই বলে একলাই চাইনিজ খাচ্ছো।
বাসায় ফেরায় সময় আবারো শুরু হলো বৃষ্টি্তে রিক্সাও নাই। কাকভেজা হয়ে এসে খেয়ে রং চা খেলাম তারপর একটা পান খেতে খেতে পোস্টটা লিখছি।
অনেকদিন পরে এভাবে নিজের ইচ্ছা পূরণ করতে পেরে বড়ই লরে-লাপ্পা মুডে আছি,একটু পরে মুডের কি হবে কে জানে? ইদানিং প্রচন্ড ভাবুক প্রকৃতির হওয়াতে নিজেরে এই বলে সাত্ত্বনা দিতাম যে ক্ষণে ক্ষণে এত নিত্য নতুন ইচ্ছার যেমন জন্ম দিতে হয়না ঠিক সেভাবেই সেসব ইচ্ছা পূরণের ও আশা করতে নেই। দুনিয়াতে মানুষের সব ইচ্ছা কি সব সময় পূরণ হয়?
আচ্ছা আমার ম্যাগী নুডুলস বানানটা ঠিক হয়েছ তো? টেনশিত আছি,বানান ভুল হলে তো এটা আবার গালি হয়ে যাবে ...! আরেকটা কথা জানার ইচ্ছা। টিভিতে দেখি এ্যাংকরগুলো ডং করে বলে last but not the list ....এটার ভালো বাংলা কি হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।