My scars remind me that the past is real, I tear my heart open just to feel........
আশা করি ঈদ ভালোই গেছে প্রিয় ব্লগারদের। আর এখন অসংখ্য চ্যানেলের মাঝে রিমোট নিয়ে ঘুরে ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত, ভাল কিছুর খোঁজে
একেকটা ঈদ আসে, আর শুরু হয় ইভা রহমান স্পেশাল!! ইভার রুপ দেখে মুগ্ধ অথচ গান শুনে ধৈয্যহারা যারা তাদের জন্যই ব্লগার কালীদাসের প্রযোজনায় ঈদের বিশেষ রকসংগীতের আসর - ওমেন ফ্রন্টেড ব্যান্ডগুলোর ফেভারিট কিছু গান!! কেউ চাইলে লুলীয় রক সংগীতের আসরও মনে করতে পারেন, তবে নিজ দায়িত্বে; পরে ছ্যাঁকা খেলে সেই দায়ভার প্রযোজকের না এলফাবেটিকালি দিচ্ছি, আমার নিজের পছন্দের ক্রম বললাম না; তারপরও ব্লগে দীর্ঘদিন যারা আমার গানের পোস্ট পর্যবেক্ষণ করেছেন হয়ত ধরতে পারবেন আমার ফেভারিট গানের সিরিয়াল
Evanescence - My Immortal
প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্রে বিশেষ ব্যাক্তিত্বের সাক্ষাতকারে একটা হেডিং থাকে- কন্ঠ যার মধু্য় ভরা! কোনদিন যদি আমার সাক্ষাতকার নিতে আসে ওরা, ঐ পোর্শনে আমি নাম বলব এমি লির! ইভানসেন্সের দীর্ঘদিনের সফলতার অন্যতম প্রভাবক এমি লির গানের গলা, পিয়ানোতে দক্ষতা, সর্বোপরি ওদের ইনভেনটেড পিয়ানো রক(এদের নিয়েও পোস্ট দেব কোন একসময়)!! একটা ভাল খবর দেই, ইভানসেন্স হায়েটাস থেকে ফিরে এসেছে, এবছরই আরেকটা এলবাম বের হওয়ার কথা- এখন স্টুডিওতে আছে ব্যান্ডটা! মাই ইমমরটাল ২০০৩সালের ফলেন এলবামের গান, এলবাম বের হবার পর ইভানসেন্স ২০০৪এর গ্র্যামিতে ২টা গ্র্যামি পেয়েছিল! গানটার রচয়িতা এবং সুরকার তৎকালীন লিড গীটারিস্ট বেন মুডি! মাই ইমমরটাল সিঙ্গেলসটা মোট ৫লাখ কপি বিক্রি হয়েছিল। গানে মেইন ইনস্ট্রুমেন্ট বলতে শুধু পিয়ানো ছাড়া কিছু ছিলনা। পরে, গানটার আরেকটা ভার্সনে মুডির অনারে হেভি ডিসটর্টেড গীটার এবং ড্রামস যোগ করা হয় শেষের দিকে অল্প কিছু সময়ের জন্য, নাহলে এটাকে কোনভাবেই অল্টারনেটিভ রক বলার সুযোগও থাকত না! কোরাসের লিরিকসটুকু দিলাম শুধু-
When you cried I’d wipe away all of your tears
When you’d scream I’d fight away all your fears
And I’ve held your hand through all of these years
But you still have all of me
মিউজিক ভিডিওর থিমটা খুব সুন্দর! সম্ভবত এমি লি ভিডিওতে ভূতের (না পেত্নীর?!) একটিং করেছেন। সাদাকালো ভিডিওটি শ্যুট করা হয়েছিল বার্সেলোনার এক গথিক কোয়ার্টারে।
ডিটেইলস বলবনা, গানটা এবং ভিডিওটা খুবই সুন্দর। মিউজিক ভিডিওতে গানের রেডিও ভার্সনটা ইউজ করা হয়েছে। পুরাটা শুনে দেখুন, মেটালহেডদের মত জোড় করে হেড ব্যাং করতে হবেনা, একসময় দেখবেন নিজে থেকেই হেড ব্যাং হচ্ছে- কখন শুরু হয়েছে টেরও পাবেন না(পরীক্ষিত)!
ইউটিউব লিংক, বড় করে দেখতে
Guano Apes - Break The Line
স্করপিয়নসের পর জার্মানির সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ড গুয়ানো এপস, রামস্টেইনকে মেটাল ধরলে! এদের গান পিওর রক জাঁনরের এবং গানে বিশেষ একটা ঝাঁঝ পাওয়া যায়, রক্তে নেশা ধরান! কোন কোন গানে হালকা ন্যু মেটালের টাচও পাওয়া যায়। এরাও বেশ কিছুবছর ডিসব্যান্ডেড থাকার পর গতবছর আবার জোড়া লেগেছে! এই মুহুর্তে "রিটার্ন ট্যুরে" আছে, এরপরই নতুন এলবামের কাজে হাত দেবে! ব্রেক দ্যা লাইন ওদের জন্য কমন টাইপ একটা! এটা ওদের ডিসব্যান্ডেড হওয়ার আগের লাস্ট এলবাম প্ল্যানেট অফ দ্যা এপস এলবামের গান! ২০০৫ সালের গান। শুনে দেখুন ভাল লাগার মতই গান!
ইউটিউব লিংক, বড় করে দেখতে
Lacuna Coil - Spellbound
ল্যাকুনা কয়েলের অনেক সুন্দর সুন্দর গান আছে।
তবুও ইদানিং কেন যেন এই গানটাই সবচেয়ে বেশি ভাল লাগে আমার! ১৯৯৪ সালে ইটালির মিলানে ফরমড হওয়া ব্যান্ড, নিজেদের মত রক গান গায়, গানে গথিক মেটালের সাথে মেইনস্ট্রিমের অল্টারনেটিভ মেটালের খানিকটা সংমিশ্রণ পাওয়া যায় । ইদানিংকার গানগুলোতে ডাউনটিউনড গীটারের ইউজ বেশি দেখা যাচ্ছে, গানগুলোও আগেরগুলার চেয়ে হেভিয়ার হচ্ছে রিফ এবং ড্রামসে (হতেই পারে, ভোকাল ক্রিশ্চিনার বয়ফ্রেন্ড স্লিপনট/স্টোন সাওয়ারের গীটারিস্ট জিমি রুট ইনফ্লুয়েন্স থাকতেই পারে স্লিপনটদের)! ডুয়াল ভোকালের ব্যান্ড; মেল এবং ফিমেল ভোকালের হারমোনাইজড ইউজে অন্যরকম একটা মেলোডিক সাউন্ড দেখা যাচ্ছে এখন! আমার বাসার মেটালহেডরা কেন জানি এই গানটা কম পছন্দ করে। স্পেলবাউন্ড ২০০৯ এর শ্যালো লাইফ এলবামের গান, এই এলবামে প্রচুর এক্সপেরিমেন্ট করার ট্রাই করেছিল, শুরুতে অবশ্য ডিক্লায়ার দিয়েছিল এই এলবামে এরাবিক ইনফ্লুয়েন্সও নাকি থাকবে! যাকগে, গানটার ভিডিও অত আহামরি সুন্দর না, তবে গানটা আমার বেশ লাগে! দেখুন মিউজিক ভিডিওটা-
ইউটিউব লিংক, বড় করে দেখতে
Nightwish - Nemo
আমি নাইটউইশের গান আগের চেয়ে কম শুনি এখন। কারণ একটাই, পুরান ভোকাল Tarja Soile Susanna Turunen Cabuli কে মিস করি নতুন গানগুলোতে! ব্যান্ড লীডার/কিবোর্ডিস্ট/মেইন সংরাইটার Tuomas Lauri Johannes Holopainen-এর সাথে টারজার কাজগুলো ছিল সত্যিকারের ক্লাসিক পর্যায়ের! নিমো ২০০৪ এর ওয়ান্স এলবামের গান, সিম্ফোনিক মেটাল। গানটা তো সুন্দর আছেই আর শেষের দিকে থমাস কিবোর্ডে কয়েক সেকেন্ডের এত সুন্দর একটা সোলো দেয়- অসাধারণ!! মনটা উদাস হয়ে যায়!
ইউটিউব লিংক, বড় করে দেখতে
The Letter Black - Hanging On by a Thread
দ্যা লেটার ব্ল্যাক একদম নতুন ব্যান্ড বলতে হবে।
২০০৬ সালে ফরমড হওয়া ক্রিশ্চিয়ান রক ব্যান্ড। জামাই-বউ এর ব্যান্ড এবছরই বের হয়েছে ডেব্যু এলবাম Hanging On by a Thread! এলবামের লিড/টাইটেল সিঙ্গেলস ছিল পোস্টে আলোচ্য গানটা! এই মাপের রোমান্টিক গান খুব কম শুনেছি গত কয়েক বছরে। রিদম এবং লিরিকসটা বেশ সুন্দর! শুনে দেখুন গানটা, ওরা পারবে আরো অনেক কিছু করতে।
ইউটিউব লিংক, বড় করে দেখতে
একটা ছোট্ট ধাঁধা থাকল, ভিডিওটা দেখে বলুন তো, ভোকাল সারাহ এন্থনীর জামাই, মার্ক এন্হনী কোনটা? কি বাজায় ব্যান্ডে?
Within Temptation - Frozen
উইদিন টেম্পটেশন! ডাচ ব্যান্ড, সিম্ফোনিক মেটাল/রক আর গথিক মেটালে বিখ্যাত ব্যান্ড! ভোকাল শ্যারন ডেল আডেল বেশ কিছু সাক্ষাতকারে বলেছেন, তাদের মেইন টাইপ হচ্ছে সিম্ফোনিক রক, এর সাথে বিভিন্ন জাঁনরের সংমিশ্রণ থাকে লিরিকসে এবং কম্পোজিশনে! ইউরোপে এবং বাইরের দেশগুলোতেও এদের বিশাল ফ্যানগুষ্ঠী আছে! শ্যারন ডেল আডেল আমার প্রিয় আর্টিস্টদের একজন (ইয়ে আমি খানিকটা পছন্দও করি বটে, এহেম এহেম ) একবার দ্যা ডেডলকের সবচেয়ে সুন্দরী/আকর্ষণীয়া ষোড়শী গায়িকা কে- শীর্ষক জরিপ পোস্টে ডেল আডেলের ছবি দিয়ে বেচারাকে কনফিউজড করে দিয়েছিলাম!
ওদের প্রায় সব গানই সুন্দর, আমি পোস্টে উল্লেখ করলাম ২০০৭সালের দ্যা হার্ট অফ এভরিথিং এলবামের ফ্রোজেন গানটা! গানের লিরিকস এবং ভিডিওর সাবজেক্ট ডোমেস্টিক এবিউজ! উল্লেখ্য এই সিঙ্গেলসটি বিক্রি করে পাওয়া সমুদয় টাকা ব্যান্ডটা দিয়ে দেয় চাইল্ড হেল্পলাইন ইন্টারন্যাশনালকে!
ইউটিউব লিংক, বড় করে দেখতে
বোনাস ট্র্যাক: Avril Lavigne - Losing Grip
এভ্রিলকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। এই গানটা দিয়েছি একটা কারণে, শুনে দেখুন।
গানটা শুনলে বিশ্বাস হবে না, এই মেয়ের গানের এখন কি অবস্হা....হিপহপ ইনফ্লুয়েন্সড গান গেয়ে নিজের ক্ষমতা/স্বকীয়তাকে কিভাবে নষ্ট করছে ও!
লুজিং গ্রিপ ২০০৩ সালের লেট গো এলবামের লাস্ট সিঙ্গেলস ছিল। সবাইকেই অবাক করে দিয়েছিল এভ্রিল এই গানটা দিয়ে। কারণ সচরাচর যে টাইপের গান সে গাইত তখন সে- নরমাল, পপ-রক, পাংক রক, পোস্ট গ্রান্জের কিছু ইনফ্লুয়েন্স থাকা অল্টারনেটিভ রক.....এসবের থেকে অনেক দূরের গান। যথেষ্ট ভারি রিফ পোস্ট গ্রান্জের কমন টাইপের তুলনায়, অল্টারনেটিভ রক হিসেবে যথেষ্ট ভারি।
ইউটিউব লিংক, বড় করে দেখতে
আর, এই মেয়ে কিনা এখন নিজগুণে বাংলাদেশের সংগীত জগতের দুই বোঝা মিলা আর তিশমার আইকন
এমপিথ্রী ডাউনলোড লিংক:
Evanescence - My Immortal
Guano Apes - Break The Line
Lacuna Coil – Spellbound
Nightwish – Nemo
The Letter Black - Hanging On by a Thread
Within Temptation - Frozen
Avril Lavigne - Losing Grip
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।