আমাদের কথা খুঁজে নিন

   

বিবিসির আইপ্লেয়ারের নতুন সংস্করণ চালু

একখান চাবি মাইরা দিচে ছাইরা জনম ভইরা চলতে আছে.।

বিবিসির আইপ্লেয়ারের নতুন সংস্করণ চালু হয়েছে। নতুন এ আইপ্লেয়ারে সামাজিক যোগাযোগের সুবিধাসহ যুক্ত হয়েছে নতুন নানা বৈশিষ্ট্য। আইপ্লেয়ারের মাধ্যমে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান, পছন্দ অনুযায়ী টুলস ইত্যাদির কাজ করা যাবে, যাতে দর্শকেরা পূর্ণাঙ্গ সুবিধা পান। এর সঙ্গে সামাজিক যোগাযোগের সুবিধা যুক্ত হওয়ায় দর্শকেরা তাঁদের পছন্দের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও টুইটারে যুক্ত করতে পারবেন। ২০০৭ সালে প্রথম চালু হওয়া বিবিসির এ সেবার মাধ্যমে টিভির বিভিন্ন অনুষ্ঠান সংগ্রহ করা যাবে। শুরু থেকেই আইপ্লেয়ার দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। দেখা গেছে, প্রতি মাসে প্রায় ১১০ কোটি মিনিট ভিডিও দেখা হচ্ছে আইপ্লেয়ারে! আইপ্লেয়ারের এ সেবা টেলিভিশন, টিভি প্রোগ্রাম, অনলাইনসহ মোবাইল ফোনসেটে পাওয়া যাবে। এরই মধ্যে আন্তর্জাতিকভাবে আইপ্লেয়ার ওয়েবসাইট চালুর ব্যাপারে বিবিসি এবং গুগলের মধ্যে আলোচনা চলছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.