মাত্র ৪১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন বিবিসি টেলিভিশনের জনপ্রিয় সংবাদ উপস্থাপক কমলা ডুমোর। লন্ডনে নিজ বাড়িতে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
গতকাল শনিবার বিবিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
১৯৭২ সালের ৩ অক্টোবর ঘানার আক্রাতে জন্মগ্রহণ করেন ডুমোর। তিনি বিবিসি’র বিশ্ব সংবাদের আফ্রিকা প্রোগ্রামে কাজ করতেন।
উল্লেখ্য, ঘানায় সাংবাদিক হিসেবে এক দশক কাজ করার পর ২০০৭ সালে একজন রেডিও ব্রডকাস্টার হিসেবে তিনি বিবিসিতে যোগ দিয়েছিলেন। ২০০৩ সালে ঘানার বর্ষসেরা সাংবাদিক হয়েছিলেন তিনি। ঘানার প্রখ্যাত সাংবাদিকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।