আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুকে নিয়ে বিবিসির সিরাজুর রহমানের লেখা

ছাত্র

লেখাটি পড়ে আমার ভালো লেগেছে। তাই তা আপনাদের সাথে শেয়ার করলাম। লেখার কিছু চুম্বক অংশ নিচে দিলাম। তবে কেউ যদি পুরো লাখাটি পড়তে চান তাহলেও পড়তে পারেন নিচের লিংকে গিয়ে। আমরা ধানমন্ডির ৩২ নম্বর রোডে মুজিব ভাইয়ের বাড়িতে গেলাম।

তিনি নিজেই আমাদের অভ্যর্থনা করে এনে বসালেন। তার পেছনের নিচু একটা বুক-কেসের মাথায় ফ্রেম করা সুন্দর ও গর্বোন্নত তার ছবি। গলায় ভারিক্কি একটা ফুলের মালা। বুঝতে অসুবিধা হয়নি যে জনতা যেদিন আন্দোলন করে তাকে জেলখানা থেকে মুক্ত করে আনে সেদিনর তোলা ছবি। আগরতলা ষড়যন্ত্র মামলার পেছনে কি কোনো সত্যতা ছিল? এ প্রশ্নের উত্তরে মুজিবুর রহমান জোর দিয়ে বলেন, পূর্ব পাকিস্তানকে গণতন্ত্র আর ন্যায্য অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার অছিলা হিসেবেই তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের কলঙ্ক আরোপ করা হয়।

তিনি বলেন, আমরা ছয় দফার মাধ্যমে যে স্বায়ত্তশাসনের দাবির জন্য সংগ্রাম করেছি এবং আজো করছি তার অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশ হচ্ছে পূর্ব পাকিস্তানের জনসাধারণ; বিচ্ছিন্নতাবাদের কোনো প্রশ্ন সেখানে আসতে পারে না। কিন্তু স্বায়ত্তশাসনের দাবি যদি মেনে নেয়া না হয়, ভবিষ্যতে কী হবে সেকথা আমি বলতে পারি না। মুজিবুর রহমান বলেন, গণতন্ত্র চারাগাছের মতো। বেশি পরীক্ষা-নিরীক্ষা চালানো হলে তার শেকড় দুর্বল হয়ে পড়তে পারে।

গণতন্ত্রে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু সেগুলোর সংশোধনেরও পথও গণতন্ত্রেই আছে। গণতন্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অধিকার কারো নেই। একটা টিপয়ের ওপর একখানা ফ্রেম করা আলোকচিত্র। মওলানা আর শেখ মুজিবের ছবি। মুজিবের ঘাড়ের ওপর মওলানার ডান হাত।

পিতা-পুত্রের ছবি বলে মনে হতে পারত। আমি অনেক ভেবে দেখেছি। মওলানা ভাসানী সত্যি সত্যি শেখ মুজিবকে স্নেহ করতেন। ----------- ভাসানী মুজিবের বহু নীতির কঠোর সমালোচক ছিলেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ তিনি মুজিবকে করেননি। ...........মুজিব ভাই বললেন, সাহেবরা নিশ্চয়ই সন্ধ্যায় এ রকম সময় কিছু একটা পান করে; তুই ব্যবস্থা করে দে।

আমি আবিদ হোসেনকে বারে পাঠালাম। আবিদ তখন ব্যারিস্টারি পড়ছেন, প্রায়ই বিবিসির অনুষ্ঠানে অংশ নেন। আবিদ ড্রিংকসের জন্য অপেক্ষা করছিলেন। আরো দুজন পূর্ব পাকিস্তানি ছাত্র তার সাথে যোগ দিয়েছিলেন। তাদের একজন অধৈর্য হয়ে বারম্যানকে তাড়া দেন।

লোকটা ছিল উগ্রমতি আইরিশ। সে পাকি (বর্ণবাদী গালি) বলে তাদের গালি দেয়। খবরটা মুজিব ভাইর কানে গেল। তিনি যেভাবে ছিলেন সেভাবেই হোটেল থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলেন। বললেন, এ হোটেলে তিনি আর এক মুহূর্তেও থাকবেন না।

এভান চার্লটনের সাথে তার সাক্ষাৎকার ইংরেজিতে হুবহু বিবিসির ওয়ার্লড সার্ভিসে প্রচারিত হয়­ তাও একবার নয় দুবার। তা ছাড়া সাক্ষাৎকারের মূল বক্তব্য প্রতিবেদনের আকারে উর্দু, হিন্দি, তামিল, আরবি, ফার্সিসহ বিভিন্ন ভাষার অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। সাক্ষাৎকারে তিনি বলেন, পূর্ব পাকিস্তানে খাদ্য সমস্যার মূল কারণ বন্যা, পাকিস্তানিরা ২২ বছরেও বন্যা নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, সাইক্লোনের চেয়েও বন্যা বেশি ভয়াবহ, কেননা সাইক্লোনে দেশের কোনো কোনো অংশের ক্ষতি হয়, কিন্তু বন্যার ক্ষয়ক্ষতি ঘটে সর্বত্র। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.