আমাদের কথা খুঁজে নিন

   

রামপুরা ভুমিকম্প,নতুন অভিজ্ঞতা



কিছুক্ষন আগে যে ভূমিকম্পটা হলো,তা নিয়ে মুহুর্তের মধ্যে প্রচুর লেখা ব্লগে এল। অবাক ব্যাপার। ইদের জায়গা দখল করে নিল ভূমিকম্প। ব্লগে বসে আছি। ভূমিকম্প নিয়ে একাটা শিরোনামও দেখলাম কিন্তু পড়িনি।

হঠাৎ মনে হলো আমার চেয়ারটায় কে যেন ধাক্কা দিল। কিন্তু ধাক্কা দিলে কাপে নাকি? ঘরে তো বিড়াল টিয়াল নেই যে তার গায়ে ধাক্কা খেয়ে চেয়ার কাপবে। আবার ভাবলাম তার টারের সাথে জাড়িয়েছে নাকি। না তাওনা । মুহূর্তের মধ্যে অলৌকিক ভয় এসে গেল।

ভুমিকম্পের কথা মাথায় এল না। পা‌শের রুমে তাকিযে দেখি। দুই ভাই অনুসণ্দিৎসু চোখে আমার দিকে তাকাছ্চে আর ভুমিকম্প কিনা জানতে চাচ্ছে। ব্লগের নিউজটির কথা মনে পড়ল। বললাম তারাতারি বের হোন।

লাইট অফ করে মোবাইলটি হাতে নিয়ে গেন্জি পরে বের হলাম। চার তলার এক মহিলা অনুসন্ধিৎসু চোখে তাকিয়ে আছে। আমি বললাম,ভূমিকম্প নাকি? উনি যেন সিওর হয়ে হ্যা হ্যা করে নিচের দিকে হাসতে হাসতে দৌড়াল। মজা পাচ্ছেন মনে হয়। নিচে নেমে দেখলাম অনেক লোক নীচে জড়ো হল।

মিরপুরের দুলাভাইকে ফোন দিলাম। উনারা জানেনা। চাদপুর থেকে ফোনে জানা গেল ওখানেও হলো। আমার জানুকে ফোন দিতে ইচ্ছে করল কিন্তু কিভাবে? যাই হোক রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে ভাবলাম,আমরা ঢাকার মানুষ ভুমিকম্প হলে যে নীচে নামি,তা কতটুকু নিরাপদ। নীচেই বা আমরা কোথায় দাড়াব।

সবতো দালান কোঠার জঙ্গল। ভাবলাম বাসায় এসে সবার আগে অভিজ্ঞতার কথা ব্লগে দেব। কিন্তু এসে দেখি আমার সিরিয়াল বিশের নীচে............. সবাই আল্লাহকে ডাকেন আর আমার জানুর জন্য দোয়া করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.