আমাদের কথা খুঁজে নিন

   

রামপুরা থেকে নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

রাজধানীর রামপুরা থেকে শামীমা আক্তার লিজা (৩১) নামে এক নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে ‍রামপুরা থানা পুলিশ।

গতকাল রবিবার রাতে রামপুরার বনশ্রীতে ৩নং রোডে ব্লগ ডির ১৯নং বাড়ির সাততলা ভবনের একটি ফ্ল্যাটর রুম থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত লিজা সাউথ এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের মতিঝিল শাখায় ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম মো. আসাদুজ্জামান। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদরের দিয়াকুতে।

তারা রামপুরা বনশ্রীর ওই বাসায় থাকতেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হোসেন জানান, রাতে ওই বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বামী জানান, ২০১২ সালে ব্রাক ব্যাংকের বনশ্রী শাখায় কর্মরত ছিলেন শামীমা আক্তার। ওই ব্যাংকে কর্মরত অবস্থায় ক্যাশে ৩০ হাজার টাকা গড়মিল হয়।

পরে তিনি চাকরি ছেড়ে দেন। ২০১৩ সালের এপ্রিলে তিনি আবার সাউথ এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে চাকরি নেন। এ বছরের ১৩ মার্চ আবারও ১০ হাজার টাকা গড়মিল হয়। পরে তার স্বামী ওই টাকা ব্যাংকের কর্মকর্তা তানভিরকে পরিশোধ করেন। এইসব ব্যাপার নিয়ে লজ্জায় শামীমা আত্মহত্যা করেছেন বলে জানান আসাদুজ্জামান।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.