কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©
১।
এইমাত্র নামাজ শেষ করে আসলাম, শুকুরিয়া জুতো চেক দিতে হয়নি।
২।
সামনের কাতারে ঈদের তাকবীর পড়ছে মাইকে একজন জোরে জোরে,আমিও তাল মিলিয়ে মাথা দুলাচ্ছি। কিছুক্ষণ পর লোকটি মাইক্রোফোনটি আমাকে দিয়ে বললো, ভাই, আমি একটু বাইরে থেকে আসছি,আপনি চালিয়ে যান।
এবার বুঝুন ঠেলা, আমারতো কোনো কিছুই মুখস্থ নাই, শুধু সুর মিলাচ্ছিলাম।
৩।
ছয় তাকবীরের নামাজে সবাই একজন আরেকজনের দিকে আড়চোখে চাওয়া চাওয়ি করে, কারো হাত উপরে ওঠছে তো ,কারো হাত নীচে নামছে। অনেকেই রুকুতে যখন হাত শুধু ওপরে থাকার কথা, আবার অনেকের মাঝপথেই ব্র্যাক।
৪।
কেরাতের সময় একজনের পিচ্চি শুরু করলো কান্না। অবোধ শিশু কী করা যায়।
৫।
একজন সবার হাতে লাগাচ্ছে আতর, আরেকজনের হাতে লাগানোর সাথে সাথে এভাবে যে হাঁচি শুরু করলো, একেবারে শেষ পর্যন্ত ম্যারাথনই চললো।
৬।
শুধু নামাজের সময় এতো গলায় হুক্কু হুক্কু কেমতে আসে।
৭।
লাইন ধরে ইমাম সাহেবের সাথে কুলাকুলি, ইমাম সাহেবের বুক ঠিক আছেতো?
আপাতত এই,
সবাইকে শান্তি এবং কল্যানময় ঈদ মোবারক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।