আমাদের কথা খুঁজে নিন

   

বংশীবাদক দীপক

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর
...বাঁশিই আমার পত্নী, প্রেয়সী... – ওস্তাদ হরিপ্রসাদ চৌরাসিয়া রাগ-দূর্গার গম্ভীর ঐন্দ্রজালিক টান নয়, চৌরাসিয়া নন, ইনি হচ্ছেন দীপক রাম। কুশলী, বহুমুখী বংশীবাদক। চিরায়ত উত্তর-ভারতীয় সঙ্গীতের পথে চলেন তিনি। সঙ্গীতজ্ঞ। সোলোয়িষ্ট।

দক্ষিণ আফ্রিকায় ১৯৭৫ সালে তার হাতেখরি একাধারে বাঁশি ও তবলায়। ১৯৭৭ সালে ভারতে আসেন। উদ্দেশ্য - শ্রী সূর্যকান্ত, ভারতীয় বাঁশির এক সুদক্ষ কারিগর ও নির্মাতা। পাশাপাশি কিছু সময় কাটালেন পণ্ডিত বিজয় রাঘব রাওয়ের আশ্রমে। তবে স্বপ্ন পূরণ হোলো ১৯৮১ সালে, যখন নিজেকে আবিষ্কার করলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার শিষ্য হিসেবে, দীপক যাঁর কাছে এখনও ফিরে যান বারে বারে।

৮১’র ওই সময়েই তিনি তবলা শিখেছেন শ্রী দিশান্ত এর কাছে। সঙ্গীত নিয়ে তাত্ত্বিকজ্ঞান লাভ করেছেন পণ্ডিত রাজারাম শুক্লা’র কাছ হতে। ১৯৯৬ সালে দীপক মাষ্টারস’ ডিগ্রী অর্জন করেন দক্ষিণ আফ্রিকার রোডস বিশ্ববিদ্যালয় হতে। বিষয় ছিলো সঙ্গীত। তার থিসিসের টাইটেল ছিলো - Exploring syncretism between Indian and western music through composition।

হ্যাঁ, আর এখানেই তিনি অনন্য। পশ্চিম আর পূবের মিলন ঘটাতে চান তিনি। ভারতীয় সঙ্গীতের প্রাজ্ঞতা আর পশ্চিমা ঐতিহ্য - এই দুইয়ের সংমিশ্রণপুষ্ট দীপক পদার্পণ করলেন জ্যাজ, কোরাল/বৃন্দগীতি, ব্যালে, অর্কেষ্ট্রাতে। গিটার, ওদ, ভায়োলিন, ভায়োলা, চেলোর সাথে ঘটালেন বাঁশির ফিউশন। দক্ষিণ আফ্রিকার ব্যাণ্ডদল তাহ-নাহ-নাস (Tananas) সাথেও তিনি সঙ্গীত পরিবেশন করেছেন।

ভিজিটিং প্রফেসর হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া – সান্তা ক্রুজে। পড়ান ভারতীয় সঙ্গীত। এছাড়া ডারবান বিশ্ববিদ্যালয়েও তিনি ফুল-টাইম হিসেবে কর্মরত ছিলেন চার বছর। ২০০০ সালে তার এ্যালবাম Searching for Satyam নির্বাচিত হয় Best Instrumental Album at the South African Music Awards’এর জন্য। এর আগে ১৯৯৯ সালেও মনোনয়ন পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বেষ্ট মেইল আর্টিষ্ট হিসেবে।

দীপকের বাঁশির ছোঁয়া খুঁজে পাওয়া যাবে ম্যাট্রিক্স রেভুলেশন, ফাষ্ট এন্ড ফিউরিয়াস, স্টেলথ, মায়া ফিল্মের সাউণ্ডট্র্যাকে। বুদ্ধা-বার এ্যালবামের ভ্যলিউম-ওয়ান এ আছে তার Kitu, একটু পরে আসেন তিনি, অদ্ভুত বাঁশি নিয়ে। আর ভ্যলিউম-থ্রি (ড্রিমস) – নাইট ইন লেনাসিয়া। তার সর্বশেষ এ্যালবাম সূর্য (surya), যেখানে তিনি কাজ করেছেন তুর্কী গিটারীয় প্রতিভা মেসু ওজগেন (Mesut Ozgen) ' এর সাথে। দীপক রাম - কিতু দীপক রাম - নাইট ইন লেনাসিয়া
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।