আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে ঈদের একদিন আগে ঈদগাহ চষে দিয়েছে দুর্বৃত্তরা

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। গ্রাম্য আর সামাজিক কোন্দলের কারণে গতকাল বিকালে ঝিনাইদহের পৌরসভা এলাকার খাজুরা জোয়ার্দারপাড়া গ্রামের গোরস্তান ঈদগাহ ময়দান একদল দুর্বৃত্ত ট্রাক্টর দিয়ে চষে দিয়েছে। ফলে আসন্ন ঈদে এলাকার পাঁচ শতাধিক মুসল্লী এবার ঈদুল ফিতরের নামাজ পড়া থেকে বঞ্চিত হলেন।

ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০০৭ সালে খাজুরা জোয়ার্দারপাড়া গ্রামে গোরস্তান ঈদগাহ নির্মাণ করা হয় স্থানীয়দের সহায়তায়। ঈদগাহর জন্য ৬ শতক জমি দান করেন খাজুরা জোয়ার্দারপাড়া গ্রামের রায়হান উদ্দিন মণ্ডল। এ পর্যন্ত এই ঈদগাহে গ্রামবাসী ঈদুল ফিতর ও ঈদুল আজহা মিলিয়ে মোট চারটি ঈদের নামাজ আদায় করেন।

গ্রামবাসী আরও জানান, এই ঈদগাহ নির্মাণ করতে তাদের খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। কিন্তু সামাজিক একটি মনোমালিন্যের কারণে জমিদাতা রায়হান উদ্দিন মণ্ডল গতকাল বিকালে একদল দুর্বৃত্তের সহায়তায় ঈদগাহ ময়দান চষে দেয়, যাতে গ্রামবাসী ঈদের নামাজ আদায় করতে না পারে। খাজুরা জোয়ার্দারপাড়া গ্রামের গোরস্তান ঈদগাহর ক্যাশিয়ার সবুর বিশ্বাস জানান, কিছুদিন আগে একই গ্রামের কামরুল ইসলামকে রায়হান উদ্দিন মণ্ডলের মেয়ে সালমা খাতুন প্রেম করে বিয়ে করে। কিন্তু রায়হান উদ্দিন মেয়ের বিয়ের ব্যাপারটি মানতে না পেরে গতকাল এই ঘটনা ঘটিয়েছে। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, স্থানীয় মুসল্লীদের দিকটি বিবেচনা করে জমিদাতার উচিত জমি ঈদগাহর নামে রেজিস্ট্রি করে দেয়া। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার এসআই ফিরোজা কুলসুম জানান, যেহেতু জমিদাতা জমি ঈদগাহ ময়দানের নামে রেজিস্ট্রি করে দেননি, সেহেতু জমি তার। ফলে এই ঘটনায় থানায় মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি। সুত্রঃ আমারদেশ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.