আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নময় হাইটেক পার্ক শুধুই স্বপ্ন: কেটে গিয়েছে ১৪ টি বছর

(প্রিয় টেক) ১৯৯৯ সালের ১৭ জুলাই। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সর্বপ্রথম গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। এরপর পেরিয়ে গেছে ১৪ বছর। আ.লীগ সরকার আবার ক্ষমতায় আসার আগে দেওয়া হয় ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। গত ৫ বছরে দেশজুড়ে হাইটেক পার্ক নির্মাণের থেমে থেমে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সরকারের শেষ সময়ে এসেও প্রকল্পটি আলোর মুখ দেখতে সক্ষম হয়নি। এ ব্যাপারে বেসিসের সভাপতি একেএম ফাহিম মাশরুর প্রিয়.কমকে বলেছেন, সিদ্ধান্তহীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে হাইটেক পার্ক নির্মাণ কাজ শেষ হওয়া তো দূরের কথা এখনও শুরুই হয়নি। এ ব্যাপারে মতামত জানতে আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সাথে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।