আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের অনুষ্ঠান না বিজ্ঞাপন

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

ঈদ আসছে, আর কয়েকদিন পরেই ঈদ। সরকার বলেছে যে এবারে ২৯ রোজা হবে না, ত্রিশটা রোজাই হবে। তাই ঈদ আগামী ১১ সেপ্টেম্বর তারিখে হবে বলে আশা করা যায়। যদি তাই হয়, তা হলে বিভিন্ন চ্যানেলে পাঁচ- থেকে ছয় দিনের টানা ঈদ অনুষ্ঠানের আরম্ভও হবে ঐ দিন থেকে।

ইতোমধ্যে বিভিন্ন চ্যানেল তাদের প্রচারিতব্য অনুষ্ঠানগুলোর চুম্বক অংশ দেখিয়ে ফেলেছে। আশাকরা যাচ্ছে আগামীতে ঈদের দিনগুলিতে আমরা প্রানভরে সেই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারব। থুক্কু, আমরা অনুষ্ঠানমালা দেখব না। আমরা টানা বিজ্ঞাপন দেখবো, মাঝে মাঝে নাটক-ফাটক থাকলেও থাকতে পারে। দর্শক কি দেখলো, ঐ পাঁচ-ছয় দিন চ্যানেল-ওয়ালাদের মোটেও মাথা ব্যাথা নয়।

দর্শকরা কি টাকা দিয়ে অনুষ্ঠান দেখেন? উত্তর হল, না। কিন্তু টাকা খরচ করে অনুষ্ঠান দেখায় কারা? বিজ্ঞাপনদাতারা। তা হলে বিজ্ঞাপন দেখেন, অনুষ্ঠান দেখবেন কেন? বিজ্ঞাপন দেখেন, মাঝে মাঝে চ্যানেল-ওয়ালাদের ইচ্ছা হয় তা হলে ঐ সব কি নাটক-ফাটক আছে না, সেইগুলি দেখবেন। আর যদি না পুষায়, ইচ্ছা না করে, তাইলে অন্য চ্যানেল দেখেন। সেইটা ভারতীয় হিন্দী বা বাংলা চ্যানেল হতে পারে, ইংরেজী ভাষার চ্যানেলও হতে পারে।

পণ্যের বিজ্ঞাপন দেখাতে যেয়ে আমরা আমাদের দর্শকদের অন্য দেশের চ্যানেল দেখার জন্য বাধ্য করছি, এই ক্রেডিটটা আমাদের বিজ্ঞাপনদাতা দিয়ে চলুন আমরা দর্শকরা হিন্দি বা ইংরেজী চ্যানেল দেখি ঈদের দিনে। আর এতে করে উর্দুর সহযোগী ভাষা হিন্দি হয়ে উঠুক আমাদের দ্বিতীয় ভাষা, ইংরেজীকে হটিয়ে দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.