আমাদের কথা খুঁজে নিন

   

Foundation Series: আইজাক আসিমভের এক অনন্য সৃষ্টি

আমি না হয় ভালবেসেই ভুল করেছি, ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতায় খুন করেছি...
আইজাক আসিমভের নাম মোটামুটি সবারই জানার কথা। তাকে বলা হয় Grandmaster of Science Fiction। তাঁর জন্ম ১৯২০ সালে রাশিয়ায়। তিন বছর বয়সে পিতামাতার সাথে তিনি আমেরিকায় চলে আসেন।

আট বছর বয়সে সে দেশের নাগরিকত্ব পান। ১৯৬৯ সালে সায়েন্স ফিকশন লেখক হিসেবে তাঁর যাত্রা শুরু। পাঠক ও সমালোমচক- সবার মতে তাঁর শ্রেষ্ঠ কীর্তি হল Foundation Series। Foundation এর প্রথম বইগুলো অ্যাস্টাউন্ডিং পত্রিকার মে ও জুন, ১৯৪২ সংখ্যায় প্রকাশিত হয়। পরবর্তীতে জেনেম প্রেস আসিমভের Foundation এর বইগুলো তিন খণ্ডে প্রকাশ করেঃ 1. Foundation (1951) 2. Foundation and Empire (1952) 3. Second Foundation (1953) এই তিনটি বইকে বলা হয় Foundation Triology।

১৯৬৬ সালে ক্লীভল্যান্ডে ওয়ার্ল্ড সায়েন্স ফিকশন কনভেনশনের সদস্যরা আসিমভের এই তিনটি বইকে Best All Time Series হিসেবে নির্বাচিত করে এবং হুগো অ্যাওয়ার্ড এর জন্য মনোনয়ন দেয়। Foundation Triology শেষ পর্যন্ত পুরস্কারটা পেয়ে যায়। অপরদিকে ভক্ত প্রকাশকেরা তাঁকে এ সিরিজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। অবশেষে দীর্ঘ ৩২ পর তিনি আবার Foundation Series লেখা শুরু করেন। এ সিরিজের পরবর্তী বইগুলো হলঃ 4. Foundation's Edge (1981) 5. Foundation and Earth (1986) 6. Prelude to Foundation (1988) 7. Forward the Foundation (1993) এই সাতটি বই নিয়েই আসিমভের Foundation Series গঠিত।

তিনি বেঁচে থাকলে হয়তো এই সিরিজের আরো কিছু বই লিখে যেতেন। প্রকৃতপক্ষে আইজাক আসিমভের এই অনবদ্য সিরিজ সমগ্র সায়েন্স ফিকশন দুনিয়ার শ্রেষ্ঠতম সৃষ্টি। ফাউন্ডেশনের মাধ্যমে তিনি স্বপ্ন দেখেছিলেন গ্যালাকটিক বিশ্বের যেখানে মানুষের আধিপত্য সমগ্র গ্যালাক্সি জুড়ে। তাই বইগুলো পড়ার সময় আসিমভের সাথে পাঠকও ঘুরে বেড়ায় সেই সুবিশাল সাম্রাজ্যে। ১৯৯২ সালের এপ্রিল মাসে এই অসামান্য লেখক ৭২ বছর বয়সে মৃত্যু বরণ করেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।