আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। প্রফেশনাল কাজে মে-জুন মাস ছিলাম যশোর, ফলে শের শায়রী ভাই এর সাথে দেখা করার সুযোগ টা মিস হয়ে গেলো।
ঢাকা এসে শুরু করলাম নিজেদের একটা ভলান্টারী অর্গানাইজেশন বিল্ডআপে। স্কুল গোয়িং ও সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়েপরা বাচ্চাদের সঠিকভাবে দাঁত ব্রাশ করা শিখানো ও তাদেরকে মুখের যত্ন নিতে শেখানো আমাদের অর্গানাইজেশনের লক্ষ।
"একজন খোড়া লোককে হুইল চেয়ার কিনে দেয়ার চেয়ে দশজন খোড়া লোককে হুইল চেয়ার ছাড়া কিভাবে হাটা সম্ভব, সেটা শিখিয়ে দেয়াটা বেশী কার্যকর। " এই বিশ্বাস থেকেই চিল্ড্রেন্স ওরাল হেলথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (কোডেফ) এর জন্ম।
আমরা এক-ই ইন্সট্রুমেন্ট ১০০জনের মুখে দিয়ে ওরাল ট্রিট্মেন্টের নামে ব্লাড বর্ন ডিজিস ছড়াই না, বরং সবাইকে বিনামূল্যে টুথব্রাশ আর টুথপেস্ট দেই এবং সেটার প্রোপার ইউজ শিখিয়ে দেই যেন নিজের মুখের যত্ন নিজেরাই নিতে পারে।
আক্রান্তদের আমরা ডিস্পোসাবল ইন্সট্রুমেন্ট দিয়ে রোগ নির্নয় করি, প্রলিমিনারি চিকিৎসা দেই। আর প্রত্যেকের ওরাল হিস্টোরি কালেক্ট করি যেন পরে সেটা ফলোআপের জন্য ব্যবহার করা যায়।
আমাদের এই যাএায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
আমাদের ফেসবুক গ্রুপ : Children's Oral Health Development Foundation (COHDF)
আমাদের ফেসবুক পেইজ : Children's Oral Health Development Foundation (COHDF)
যোগাযোগ করুন : 0197COHDFBD, 019722COHDF, 019733COHDF
সবাইকে ধ্যনবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।