”সব রাজাকারদের বিচার চাই”
মাদকাসক্ত ঐশী। ডিজে ড্যান্সার ঐশী। প্রেমময় ঐশী। হোটেল, বিভিন্ন পার্টিতে অবাধে যাতায়াতকারিনী ঐশী।
এখন নতুনভাবে যুক্ত হয়েছে পিতামাতার হত্যাকারী ঐশী।
কিন্তু ঐশীকে খুনি হিসেবে যতটা মিডিয়া বা চারপাশের লোকজন উপস্থাপনা করছে, তার অন্য অপরাধ বিষয়ের উৎস গুলো নিয়ে তেমন লেখালিখি হচ্ছে না কে?
আজ যদি ঐশী পশ্চাত্য সংস্কৃতি, মুম্বাই সংস্কৃতির প্রতি আসক্ত না হতো, তাহলে কি এই খুন হতো?
অনেক মিডিয়া বলছে, ঐশী হিন্দি সিরিয়ালের স্টাইলে এই খুন করেছে, তাহলে সেই কু হিন্দি সিরিয়াল নিষেদ্বের ব্যাপারে মিডিয়া ও আশেপাশের লোকজন মুখ বন্ধ রেখেছে কেন? বারবার একই ঘটনার পুনরাবৃত্তি চাওয়ার জন্য নিশ্চয়?
যে মদের কারনে, ডিজে ড্যান্সের কারণে, বয়ফ্রেন্ডদের সাথে আড্ডার কারণে ঐশী আজ নিজ পিতামাতাকে খুন করলো সেই সব কাজকে নিষিদ্বের বিষয়ে সবই চুপ কেন?
তাহলে মিডিয়া ও আশেপাশের লোকজন কি চাচ্ছে যে এই ধরণের ঘটনা বারবার ঘটতে থাকুক? যদি সেটাই হয় তাহলে ঐশীর বিচার করার কি দরকার আছে? ঐশী অপরাধী একাই হবে কেন? ঐশীর বিচার করে কি এইসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারবে?
হায়রে দেশের শাসনব্যবস্থা!! তোকে ধিক্কার দিতেও আমার লজ্জা লাগে। তোকে এতো নিকৃষ্ট নিচে নিয়ে গেছে। যে দেশের নিয়মে একদিকে খুন হওয়ার কাঁচামাল সংগ্রহ করে দিবে দেদারসে আবার সেই খুনের বিচার করবে সে নিয়মকে আমি ঘৃনা করি। সেই শাসনপ্রনেতাদের বা নিয়মদাতাদের আমি পশু ভাবি। তারা মানুষ হতে পারে না।
এরাই প্রকৃতপক্ষে খুনি, পশুর থেকে নিচ স্বভাবের। এরাই একটি দেশের শত্রু, জাতির শত্রু। এরাই যুব সমাজকে, পরিবারকে আজকে পাশবিক কার্য্যকলাপে লিপ্ত করিয়েছে। এদেরই আগে বিচার করা উচিত।
এশীকে নিয়ে লম্পঝম্প বন্ধ করে, তাদের দোসর আইনপ্রনেতাদের ও শাসনপ্রয়োগকারীদের আগে ফাসি কাষ্ঠে ঝুলানো হউক।
তাদেরকে মুসলমান দেশ থেকে সর্বাগ্রে বের করে দেয়া হউক। মুসলমান দেশে এদের বসবাস করার অধিকার থাকতে পারে না।
যারা কিনা ইসলামী শাসন বাদ দিয়ে নিজে নিয়ম বানায় তাদের আগে শাস্তি দেয়া জরুরী। তাহলে ঐশীর মত মেয়ের আর উথান ঘটবে না। কেউ নিজ পিতামাতাকে তো দুরের কথা অন্যের গাছের পাতাও বিনা অনুমতিতে ছিড়ে ফেলবে না।
আজ শুধু ঐশীকে নিয়ে যারা লম্পঝম্ফ করছে তাদেরকে আমার ঘৃনা করতে খুব ইচ্ছা জাগছে। তারাও উচ্ছৃঙ্খল। তারাও উন্মাত। তারাও ঐশীর থেকে মারাত্ক অপরাধে অপরাধী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।