আমাদের কথা খুঁজে নিন

   

কন্যার হাতে পিতামাতা খুনের ঘটনায় উদ্বেগ



কন্যার হাতে পিতামাতা খুন এমন লোমহর্ষক, ভয়ঙ্কর ও কষ্টকর সংবাদ শুধু ব্যক্তিবিশেষে নয়, সমগ্র জাতির মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে বাধ্য। আমরা কোথায় আছি? কোথায় স্নেহ ভালোবাসা আর মায়ার বন্ধন? হিংসায় উন্মত্ত পৃথিবী কতটা বেপরোয়া হয়ে উঠেছে যে ঐশীর মতো মেয়ে তৈরি হচ্ছে! পল্টন থানায় আত্মসমর্পণ করে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমানের কন্যা ঐশী পিতামাতার খুনের দায়ভার নিলেও এখনও স্পষ্ট করে জানা যায়নি এই ডাবল মার্ডারের পিছনে আসল রহস্য কী? এ ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঐশীর এক বন্ধু আর গৃহকর্মীকে আটক করা হয়েছে। তবে ঐশী যে মাদকাসক্ত ছিল তাতে কোনো সন্দেহ নেই। এই মাদক আমাদের সমাজকে কীভাবে কুরে কুরে খাচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বয়স, লিঙ্গ, সামাজিক অবস্থান কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নেই এই আসক্তির।

মাদকের কারণে নিজের শিশুকে বিক্রি করে দিচ্ছে মা-বাবা, এমন ঘটনা ঘটছে। মাদক ক্রয়ের টাকা না দেওয়ায় স্বামী স্ত্রীকে নির্যাতন করছে, এমনকি খুনও করছে-এ ধরনের খবরও আমাদের চোখে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা থেকে জানা যায়, আমাদের দেশে হাসপাতালের আউটডোরগুলোতে যেসব রোগী আসে তাদের মধ্যে শতকরা ১০ জনই আসে মাদক সংক্রান্ত শারীরিক সমস্যা নিয়ে। সমগ্র দেশে কতজন মাদকাসক্ত আছে তার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও মনে করা হয় তা ৭০ লাখের কম হবে না। এরা প্রতিদিন সাত কোটি টাকা মূল্যের মাদক সেবন করে।

সাধারণত ১৮ থেকে ৩০ বছরের মানুষরা বিভিন্ন মাদকে আসক্ত হয়। আরেকটি জরিপ থেকে জানা যায়, রাজধানীতে শতকরা ৮০ ভাগ মাদকসেবনকারী হচ্ছে পুরুষ। মাদকসেবীদের মধ্যে শতকরা ৫৬ ভাগ হচ্ছে ছাত্র বা বেকার। শতকরা ৮০ ভাগই বন্ধু বা পরিচিতদের প্রভাবে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। জানা যায়, এক লাখ লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তারা এই পণ্য ক্রয়-বিক্রয়ে নারী ও শিশুদের ব্যবহারে নিরাপদ বোধ করে। এর ফলে এসব নারী এবং শিশুও মাদকাসক্ত হয়ে পড়ছে। তথ্যমতে মাদক-সংশ্লিষ্ট অপরাধ ও সহিংসতার জন্য প্রতিবছর ১০ হাজার মামলা এবং ৯ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিশ্ব জুড়ে মাদকাসক্তি বেড়ে গেছে। তবে বাংলাদেশ মাদক চোরাচালানের ট্রানজিট হিসেবে ব্যবহূত হওয়ায় এখানে মাদকের সহজলভ্যতা রয়েছে।

বিমানপথে তো বটে, সমুদ্র এবং পাহাড়ি এলাকা দিয়েও মাদক আসছে। ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ মাদক উত্পাদনকারী দেশগুলোর পাশে অবস্থিত। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ততটা নয়। কারণ মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের অনেকে নিজরাই প্রভাবশালী বা প্রভাবশালীর ছত্রছায়ায় নির্বিঘ্নে ব্যবসা করছে। তবে যতই কঠোর আইন থাকুক বা প্রশাসন যত শক্ত হোক, আমাদের রন্ধ্রে রন্ধ্রে মূল্যবোধের যে অবক্ষয় হচ্ছে তা প্রতিহত না করা গেলে এই সর্বনাশ থেকে নতুন প্রজন্মকে বাঁচানো যাবে না।

পরিবারের অনাদর বা অতিশাসন, বেকারত্ব, সামাজিক অস্থিরতা, হতাশা, অপসংস্কৃতি ইত্যাদি মাদকের প্রতি অনুরাগ বাড়িয়ে তোলে। এভাবে যদি আমাদের যুব সমাজের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয় তাহলে অর্থনীতিতে আমরা যে বিস্ময়কর অগ্রগতি করছি সেটি কি ধরে রাখা সম্ভব হবে? একটি প্রজন্ম ধ্বংস হওয়ার আগে আমাদের সবার দায়িত্ব হবে দেশ থেকে মাদক নির্মূল করা। ***আরো মজার মজার খবর পড়তে এখানে ক্লিক করুন *** Related keywords: bangla news paper , bangla news papers , bengali news paper , bangladeshi news paper , bangladesh news bangla , daily bangla news paper , news paper , bangla news , bd news paper

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।