যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
আসুন আমরা আমাদের পিতামাতা-অভিভাবক-শিক্ষকদের বিচার করি !! কেন তারা আমাদের মানুষ বানাতে চায়!! কেন তারা অন্যায়ের প্রতিবাদ করতে বলে ?? কেন তারাঁ আমাদের শিক্ষা দেয়, কেন আমাদের তারা জন্মদেয়, আমাদের প্রতিপালন করে ?? আসুন, সবাই আসুন এগিয়ে আসুন আমরা বিচার চাই , বিচার করবো তাদের যারা আমাদের স্বাধীন করলো, তাদের যারা আমাদের মানুশ হবার স্বপ্ন দেখালো , তাদের যারা সুন্দরের জন্য , অনাগত সূর্যের জন্য জীবন দিল । আমরা তো মানুষ হতে চাই নি , মানুষ হতে চাই না । তবে কেন তারা আমাদের মানুষ বানিয়ে বিপদে ফেলল ।
আমরা মানুষ না হ্লে অন্তত একজন ক্ষত্রিয় মানুষ , সে সেনা অফিসারই হোক কিংবা সদস্যই হোক তার অপমান আমরা গায়ে মাখতাম না , তার প্রতিবাদ করতাম না । প্রতিবাদ না করলে দেশে কোর দুষ্টু চক্র থাকত না , স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্র করতে পারত না । আমাদের শিক্ষকরা আমরা যখন ক্লাস রুম ছেড়ে রাস্তায় বেরিয়ে এলাম তখন কেন তারা আমাদের ক্লাস করতে বেত নিয়ে দাড়ালেন না , আমরা যখন সরকারের মার খেয়ে রক্তার্ত হচ্ছি হলাম তখন কেন তারা আমাদের সমর্থন করলেন ?? তাদের অপরাধ তারা অন্যায়ের প্রতিবাদ এ সমর্থন কেন দিলেন ?? আমাদের উচ্ছৃংখল হবার শিক্ষা দিলেন তবে কি তারা ?
ঈশ্বর ! আমি বিচার চাই আমি বিচার চাই কেন আমাকে জন্মদিল আমার অভিভাবক ?? কেন ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের জন্মাতে হলো , যে ঋণের পুরো অংশটার বেশী অংশই ঋণ করলো জলপাই রা ?? কেন তুমি আমাকে ন্যায় -অণ্যায় শেখাও ?? না আমি চাই না শিখতে । তবে কেন ??
আমি এখন তোমাদের সবার বিচার চাই ।
তোমাদেরও দণ্ড হতে হবে তবে যদি আমার শিক্ষকদের দণ্ডিত হতে হয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।