কালের স্রোত
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্ব কুক্ষিগত করতে নোয়াখালীর কয়েকজন আইনজীবী চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে সুবিধাবাদী রাজনৈতিক চরিত্রের মানুষ হিসেবে অভিহিত করে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, বিভিন্ন সময়ে বিএনপিকে ব্যবহার করে তিনি (ব্যারিস্টার মওদুদ) নানা সুবিধা লুটেছেন। ডিগবাজির রাজনীতিবিদ হিসেবে এদেশের মানুষের কাছে মওদুদ আহমেদ সুপরিচিত বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সাইদুর রহমান খান, সাইদুর রহমান প্রমুখ।
নাজমুল হুদা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি মওদুদ আহমেদ চুরি করে ঘোষণা করেছেন। দলের চেয়ারপারসনের নাম ভাঙিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ করেন নাজমুল হুদা।
উল্লেখ্য, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সভাপতি ও ব্যারিস্টার মাহবুব হোসেন খোকনকে মহাসচিব করে সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি কমিটি ঘোষণা করা হয়। ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কমিটির ঘোষণা করায় দলের বিভিন্ন পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়।
ঢাকা, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্ব কুক্ষিগত করতে নোয়াখালীর কয়েকজন আইনজীবী চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে সুবিধাবাদী রাজনৈতিক চরিত্রের মানুষ হিসেবে অভিহিত করে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, বিভিন্ন সময়ে বিএনপিকে ব্যবহার করে তিনি (ব্যারিস্টার মওদুদ) নানা সুবিধা লুটেছেন। ডিগবাজির রাজনীতিবিদ হিসেবে এদেশের মানুষের কাছে মওদুদ আহমেদ সুপরিচিত বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সাইদুর রহমান খান, সাইদুর রহমান প্রমুখ।
নাজমুল হুদা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি মওদুদ আহমেদ চুরি করে ঘোষণা করেছেন।
দলের চেয়ারপারসনের নাম ভাঙিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ করেন নাজমুল হুদা।
উল্লেখ্য, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সভাপতি ও ব্যারিস্টার মাহবুব হোসেন খোকনকে মহাসচিব করে সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি কমিটি ঘোষণা করা হয়। ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কমিটির ঘোষণা করায় দলের বিভিন্ন পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।