আমাদের কথা খুঁজে নিন

   

সরকার অচল করে দেব: মওদুদ

মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের কেনো কুটকৌশলে কাজ হবে না। নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। তাদের কোনো ফাঁদে আমরা পা দেব না।
“সরকারকে বলে দিতে চাই, এখনো সময় আছে, নির্দলীয় সরকারের দাবি মেনে নির্বাচন দিন। নইলে নভেম্বরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন যে মহারূপ নেবে, তাতে সরকার অচল হয়ে যাবে।


জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী জিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ‘রাজনৈতিক সংকট ও নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
পরে তিনি জাতীয়তাবাদী গণদলের উদ্যোগে আরেকটি আলোচনা সভায় অংশ নেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে সংকট সৃষ্টির জন্য সরকারকে অভিযুক্ত করে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, “সরকার পঞ্চদশ সংশোধনী করে এই সংকটের জন্ম দিয়েছে। তাই চলমান সংকটের সমাধান তাদেরই করতে হবে। ”
সংবিধান অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী  নির্বাচন হবে, যা নিয়ে বিরোধী দলের আপত্তি।


আন্দোলন নিয়ে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের ধারণার সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা বলছেন- বিএনপির নাকি আন্দোলনের শক্তি নেই। আমি বলতে চাই, বিএনপির শক্তি জনগণ। ”
দুটি আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী জিয়া সমাজ কল্যাণ পরিষদের গিয়াস উদ্দিন খোকন, জাতীয়তাবাদী গণদলের নাজমুল হুসাইন মুন্সী প্রমুখ নেতারা বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.