আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁদে পা দেব না: মওদুদ

সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের দোহাই দিয়ে সরকার দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কথা বলছে। এই ফাঁদে আমরা পা দেব না। ”
জাতীয় প্রেস ক্লাবে ‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, গণতন্ত্রে আগ্রাসন ও অন্তর্বর্তীকালীন সরকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘অগ্নিসেনা সংসদ’ নামে একটি সংগঠন।
সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দেয়ার দাবি করে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “নইলে দেশে কোনো নির্বাচন হবে না। ”
সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ জনগণ নিরব ভোট বিপ্লবের মাধ্যমে সরকারের সাড়ে চার বছরের ক্ষমতার দাপট ও অহমিকার জবাব দিয়েছে বলে দাবি করেন তিনি।


রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়। সর্বশেষ গাজীপুরেও বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী।
মওদুদ বলেন, “গাজীপুরকে আওয়ামী লীগ দ্বিতীয় গোপালগঞ্জ বলেছিল। সেই দ্বিতীয় গোপালগঞ্জে ১৮ দলীয় সমর্থিত প্রার্থীকে ওই মহানগরীর জনগণ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছে। তাহলে আগামী নির্বাচনে গোপালগঞ্জের কী অবস্থা হবে?”
সরকার দেশে কোনো সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি দাবি করে সাবেক আইনমন্ত্রী বলেন, “সরকারি দল জাতীয় সংসদে দাবি করে- সারাদেশে তারা ব্যাপক উন্নয়ন করেছে।

তাই যদি হয়েই থাকে, তাহলে পাঁচ সিটি নির্বাচনে ভোটের জোয়ারে সরকারের সব উন্নয়ন ভেসে গেছে, এটা স্বীকার করতে হবে। ”
গাজীপুরসহ পাঁচ সিটি কর্পোরেশনের ভোটে সরকার প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
অগ্নিসেনা সংসদের সভাপতি তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।
‘বিএনপি সংখ্যাগরিষ্ঠ জনপ্রিয় দল’
এদিকে জাতীয় প্রেস ক্লাবের ইয়ুথ ফোরামের অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার একক নির্বাচনের পথে এগোলে এর পরিণতি শুভ হবে না। ”
“পাঁচ সিটিতে জনরায়ের পর বিএনপি এখন সংখ্যাগরিষ্ঠ জনপ্রিয় দল- এটা প্রমাণ হয়েছে।


ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।