আমি নিতান্ত সাদমাটা মানুষ। বলারমত কোন পরিচায় নাই। নিরামিষ মানুষ ।
যুবক সংক্রান্ত কালেরকন্ঠের চলামান রিপোর্ট ও যুবকের বর্তমান কার্যক্রম কি গ্রাহকদের পাওনা ফিরে পাওয়ার পক্ষে না বিপক্ষে? বিভ্রান্ত যুবক গ্রাহক। এরপরও রিপোর্ট গুলোতে উঠে এসেছে কিছু পজেটিভ অবস্থা।
এতা বিভ্রান্তির মাঝেও যা গ্রাহকদের মানে আশার সঞ্চার করছে।
প্রতিষ্ঠানকে জব্দ করতে গিয়ে প্রতিষ্ঠানের গ্রাহক ও কর্মকর্তাদের জব্দ করা হচ্ছে। এই অবস্থায় প্রতিষ্ঠান কে যদি জব্দ করা না যায় অবশ্যই তাদের কাজের সুযোগ দিয়ে সহযোগীতা করা উচিত। এই রিপোর্টে জানা যায় যুবক টাকা দিচ্ছে। তার মানে টাকা পরিশোধের প্রক্রিয়া চলমান।
এর গতি অবশ্যই বাড়ানো উচিত। আর তাই সরকারি সহযোগীতা দরকার। তদারকি দরকার। কেউ অবশ্য বলতে পারেন কেন তাদের সুযোগ দিব? তারা প্রতারক। নতুন করে প্রতারনা শুরু করবে।
এক্ষেত্রে বলা যায়, সরকাররতো কমিশন করে জনগনের সাথে প্রতারনা করেছে । কমিশন কিছুই দিল না। আমাদের। হতাশা ছাড়া। এ সময় যুবক কিছু কিছু করে দেয়া শুরু করেছে।
এটা কি পজেটিভ নয়।
যুবক কের সমস্যা না বাড়িয়ে সমস্যা দুর করে তাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়া দরকার। কারন তারা আইনের মাধ্যমে থেকেই তাদের সমস্যার সমাধান চাইছে। সরাকার কোন সমাধান না দিতে পারলে তাদের মাধ্যমে যে সমাধান আসছে তাকে তদারকি করে অগ্রগামি কর উচিত।
যুবকের সম্পদ আছে জবর দখল হয়ে।
সরকার তা জানে। কমিশনও জানতো। তা উদ্ধারের কোন উদ্যোগ কমিশন নেয় নি বা সুপারিশও করেনি। কমিশন নিরপেক্ষ দৃষ্টিতে কাজ করেনি। কোন কোন ক্ষেত্রে লুটেরাদের স্বার্থ রক্ষায় কাজ করেছে।
বিশেষ সুত্রে জানা যায়, যুবক কমিশন আরটিভির শেয়ার মোর্শেদ গ্রুপের কাছে নাম মাত্র মূল্যে ছেরে দেয়ার জন্য মধ্যস্থতা করেছে। যুবক এর জনৈক গ্রাহক এর মতে, আরটিভিকি কমিশনের না সরকারের? এটা যুবকের গ্রাহকের সম্পত্তি। এটা তাদের টাকায় কেনা। এটা নিয়ে কমিশনের নেক্কার জনক কাজটি কিছুতেই বরদাস্ত করা হবে না।
যুবকনিয়ে গ্রাহকদের অনিশ্চয়তা দুর করার নিমিত্তে সরকারের আসু পদক্ষেপ নেযা দরকার।
প্রতিষ্ঠান জব্দ করে গ্রাহক আর কর্মকর্ত কর্মচারিদের ভোগান্তি বাড়িয়ে সম্যাসা সমাধানতো হচ্ছেই না উপরন্তু যত দিন যাচ্ছে ততো যুবকের সম্পত্তি বেদখল হয়ে গ্রাহকদের শেষ আশাও ধংসের পথে। যুবকের গ্রাহকরা তাদের পাওনা চায়- জব্দ হতে চায় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।