Rajib Roy
বন্ধু এবং অনুসরণকারী (ফলোয়ার) তৈরির সুবিধা নিয়ে চালু হয়েছে ব্লগ এবং সামাজিক যোগাযোগের সাইট ব্লগিমেট । এতে মাইক্রোব্লগ, সাধারণ ব্লগ এবং সোস্যাল মিডিয়ার সব ধরনের সেবা রয়েছে। ব্লগিমেট-ই প্রথম লাইফ ব্লগিংয়ের সিস্টেম চালু করেছে যার মাধ্যমে ভিজিটররা যে কোনো ইভেন্টের সংবাদ সঙ্গে সঙ্গে পেতে পারেন। সাইটটিতে বিভিন্ন ধরনের টেম্পলেট রয়েছে। এসব টেমপ্লেটে নরমাল টেক্সট, ফরমেটেড টেক্সট, ছবি, এম্বি্বডেট ভিডিও, অডিও, এটাচড ফাইল, প্রোগ্রামিং সিনটেক্সট আর্টিকেলে সংযোগ করা যাবে।
যে কোনো ব্লগার ব্লগিমেটের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করেতে পারেন। এই সাইটের ব্লগ ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করা যায়। টুইটারের মতো বল্গগিমেটের মাধ্যমে অন্যান্য বল্গগারের আর্টিকেল ফলো করা যায়। আবার ফেসবুকের মতো অন্যান্য বল্গগারকে বন্ধু হিসেবে যুক্ত করা যায়। যে কারও লেখা পছন্দ হলে পছন্দের তালিকায় তা সংরক্ষণ করা যাবে।
ওয়েবসাইটটির ঠিকানা : www.blogymate.com .
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।