আমার সম্পরকে বলার মত কিছুই নেই
আগামী ০৯/০৯/২০১০ থেকে আমাদের অফিসে ঈদএর ছুটি শুরু হবে। অনেক অফিসে অলরেডি ছুটি শুরু হয়ে গেছে। আবার অনেকে এডভান্স ছুটি নিয়ে বাড়ি চলে গেছে, যাচ্ছে।
আমি শালার এমন এক প্রতিষ্ঠানে কাজ করি-এডভান্স ছুটিতো দুরের কথা নিয়মিত ছুটিও পাই না। যেমন গত জন্মষ্টামীর ছুটি আমরা পাই নাই।
যদিও বেশির ভাগ অফিস ওইদিন বন্ধ ছিলো।
ভেবেছিলাম শবে কদর এর ছুটি দিবে না, অফিস থেকে মেইল দিয়ে জানালো আগামীকাল ছুটি। মেইল টা দেখে খুশি হলাম যাক আগামীকাল ঈদ এর কিছু শপিইং করব। এখন আবার একটা উটকো ঝামেলা এসে পরলো আগামীকাল। এক সরকারী অফিসের কমকরতার বাসায় যেতে হবে, উনার একটা কাজ করে দেওয়ার জন্য।
এটা করে দেয়ার জন্য আমাকে অফিসিয়ালি বলে দেয়া হয়েছে। কি যে করি, না পারি সইতে না পারি কইতে। আমার সিনিয়র এবং আমার জুনিয়র আমাকে মাইঙ্কা চিপায় পালাইয়া ঈদ এর ছুটি তে চলে গেছে।
ভাবতেছি আগামীকাল মোবাইল বন্ধ করে রাখবো। আপনাগো একটু বুদ্ধি ও কুপরামশ চাই।
দোয়া রাখবেন আমার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।