প্রীতিসত্যে অবগাহন করিয়া ফিরিতেছে অন্তর
এই প্রভা প্যাচাল প্রতিদিন সকালে সামু খুলেই পাই। শুধু প্রভা কেন? যাকেই এসব ঘটনার একটা নায়িকা পাওয়া যাবে তাকে নিয়েই হয় বা হবে।
আমার প্রশ্ন :
* কয়টা নায়কের এসব ঘটনার ভিডিও পাওয়া গেছে এযাবত?
* এরকম ঘটনার কয়টা মেয়ের ভিডিও ও কয়টা ছেলের ভিডিও পাওয়া গেছে।
* মনে হয় মেয়েদের টাই বেশী, তাহলে ভিডিওটা করল কে ? নিশ্চয় ছেলে?
* তাহলে খারাপ কে, ছেলেটা না মেয়েটা?
* কয়টা ছেলে এবং মেয়ে আছে প্রেম করেনি, বা করে না?
* প্রেমের বেলায় কে আগে প্রস্তাব দেয়, ছেলে না মেয়ে? পরিমাণটা কাদের বেশী?
* প্রেম করে কে আগে হাত ধরে, ছেলে আগে না মেয়ে আগে?
* প্রেম ঘনিষ্ঠ হলে আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য কে আগে প্রস্তাব দেয়, ছেলে না মেয়ে?
* জায়গাটা কে ঠিক করে ছেলে না মেয়ে?
* টাকার বিনিময়ে যারা একাজে লিপ্ত হয়, তাদের টাকা দেয় কে, ছেলে না মেয়ে?
* জানি ছেলে দেয়, তাহলে গরজটা কার বেশী ছেলের না মেয়ের?
* ঢাকা বাংলাদেশের মডার্ন শহর বলেন, তো ঢাকা শহরের কত অংশ মেয়ে কত অংশ ছেলে আগে প্রেমের, ফুসকা খাওয়া, পার্কে বেড়ানো, বন্ধুর বাসায় আড্ডার, গোপনে রাত কাটানোর, লিভ টুগেদারে যাওয়ার প্রস্তাব দেয়?
* প্রেম করে কে বেশী ফোনে টাকা নষ্ট করে ছেলে না মেয়ে?
* ঘুরতে গেলে কার পকেটের টাকা খরচ করে ছেলে না মেয়ে?
আমার এ প্রশ্ন গুলো তাদের জন্য যারা প্রভার ঘটনা নিয়ে প্যাচাল পাড়তেছেন, তর্কযুদ্ধ করছেন, আপনাদের কাছে আমার প্রত্যাশা বিবেক দিয়ে মনের সত্য কথা গুলো থেকে উত্তর দিবেন? বর্তমান প্রেক্ষাপটে যা ঘটছে তার সত্য উত্তর দিবেন?
সে'ই উন্নত মনের মানুষ যে, অন্যের গোপন কথা গোপনই রাখে, যা তৃতীয় কোন ব্যক্তিকে গোপন রাখলে ক্ষতি করে না।
কজন আছেন, এই সামুতে সেরকম উন্নত মনের মানুষ??????? আমার বড়ই জানতে ইচ্ছে করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।