আমাদের কথা খুঁজে নিন

   

পোষ্ট পর্যবেক্ষনের পর ।

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
জাতীয়তাবাদী রাজনীতির ঊজ্জল নক্ষত্রের নাম তারেক রহমান উপরের পোষ্টটি পর্যবেক্ষনে রেখেছিলাম, যার পরিসংখ্যান : ৫৯৭ বার পঠিত, ৭৬ টি মন্তব্য পোস্টটি ৩০ জনের ভাল লেগেছে, ৪৭ জনের ভাল লাগেনি। = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = একদা শরীয়তের দোহাই দিয়ে কিছু মোল্লা ব্যাভিচারের দায়ে নারীকে মাটিতে অর্ধেক পুঁতে পাথর নিক্ষেপ করে শাস্তি দিত। এই বর্বরতার অবতারনা হয়েছিল একটি সিনেমায়। দৃশ্যটা ছিল : ব্যাভিচারের দায়ে একজন নারীর উপর কিছু মানুষ পাথর ছুঁড়ছে।

এমন সময় সিনেমার নায়ক উপস্থিত, সে মরিয়া হয়ে উঠল পাথর ছুঁড়া বন্ধ করতে, কেউ তারা নিষেধ শোনে না। সিনোটিকভাবেই গান শুরু হলো ... "শোন ভাইয়েরা কথা শোন এমন একজন মানুষ আনো যে জন পাপ না করেছে, সে যেন পাপী না হয়....." সবাই স্তব্ধ, নায়ক বললেন তোমরা যদি পাপের দায়ে এই মেয়েকে পাথর মারতে চাও তাহলে সেই প্রথম পাথর মারবে যে কোন দিন পাপ করেনি। বলাবাহুল্য এরকম কাউকে পাওয়া গেল না। তারেক জিয়াকে চুরির দায়ে যারা ধিক্কার দেয় তারা নিশ্চয় কোন কোন রাজনীতিকের সমর্থক। তারা কি বলতে পারে এমন কোন রাজনীতিকের নাম যে চুরি করেনি বা করছে না? পারবে বলে আমি বিশ্বাস করি না।

তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ড কেন। নিজের বেলায় ষোল আনা অন্যের বেলায় তা না নানা...। মাইনাস প্রদানকারীরা তারেক জিয়াকে পেলে পাথর ছুঁড়তেন কিনা কে জানে। তবে ফকরু-মঈন রা এ কাজটি করে দিয়েছেন। দুর্ভাগ্যজনক সত্য হলো এক্ষেত্রে পাথর নিক্ষেপকারীরাও একই দোষে দুষ্ঠ।

অভিযোগ প্রমান না করেই তারেক জিয়াকে যেভাবে শাস্তি দেওয়া হলো তাতে অন্য অভিজ্ঞ রাজনীতিক চোরদের চাইতে নবীন তারেক অনেকটা শুদ্ধ। এবং তার শুধরানোর যথেষ্ঠ সময়ও আছে। তবে চেষ্টা কতটুকু আছে সেটাই দেখার বিষয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.