একটা সময় দেশে রাজীবকে নিয়ে অনেক মাতামাতি ছিল।
ছেলেটা আসলেই প্রতিভাবান।
অন্য অনেকের সাথেই তার তুলনা চলে না।
সে তার নিজস্ব সংস্কৃতিকে ধারন করতেই পছন্দ করে বলে মনে হয় তার কাজকর্ম দেখলে।
তার কাজ দেখতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত।
কিন্তু এ্খন তাকে তো আমরা মনে হয় প্রায় হারিয়েই ফেলেছি।
রাজীব এখন কোথায়?
সে কি করছে?
ক্লোজআপ ওয়ানে বিউটি, নোলক, সালমারা রাজত্ব করলেও রাজীবই আমার চোখে ক্লোজআপ ওয়ানের সবচেয়ে ভাল গায়ক। কি ভরাট মেলডিয়াস গলা ওর। এখনও কানে ভাসে তার টান, ''আমি কেমন করে পত্র লিখি রে, গ্রাম পোষ্টাফিস নাই জানা, তোমায় আমি হলেম অচেনা''
আমাদের দেশে গুনির কদর নেই একেবারেই। রাজীবেরও তাই অত মাতামাতি দেখি না কোথাও।
ওর কি কোন এলবাম বেরিয়েছে কিনা তাও জানি না।
রাজীবের গান শুনতে চাই। রাজীব কি এখন গান করে? ওর কোন এলবামের খোজ কি দিতে পারবেন কেউ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।