আমাদের কথা খুঁজে নিন

   

ইনস্ট্যান্ট অগোছালো পোস্ট

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

ইন্সট্যান্ট পার্ট ১ রাস্তাঘাটের ভিক্ষুকদের ভিক্ষা দিই না। তাদের চাইবার স্টাইল আমার অসহ্য লাগে। ‘যাত্রাপথে রোজা রমজানের দিন যাচ্ছেন, আপনারা আমাকে সাহায্য করেন... আর আসন্ন বিপদ আপদ থেকে নিজেকে বাঁচান’ এই টাইপ কথাবার্তা থাকে তাদের মুখে। আমাকে বিপদের ভয় দেখিয়ে টাকা নিতে চাইছে খুব মেজাজ খারাপ লাগে আমার। আমি এদের মাফ করেন বলতে ভালবাসি।

এবার ঢাকা থেকে খুলনা আসার সময় ফেরীতে জ্যামে আটকা পড়েছিলাম ২ ঘন্টার মত। বাস যত কদম এগোয় তার থেকে বেশি ভিক্ষুকের আনাগোনা। আগের দিন রাতে ঘুম না হওয়ায় একটু ঝিমাচ্ছিলাম, হঠাৎ আমার মাথায় কে যেন হাত দিল আমি চমকে উঠলাম। দেখি একজন বয়স্ক ভিক্ষুক টাকা চাইছে। আমি বললাম, মাফ করেন।

এইবার সে পাশে এক আন্টি বসে ছিলেন তার কাছে টাকা চাইতে লাগলো। লোকটা অনেকক্ষণ আমাদের ওখানে দাড়িয়ে থাকলো। আন্টিও বিরক্ত হয়ে চলে যেতে বললেন। লোকটা পুরো বাস ঘূরে আসলো, সম্ভবত কেউ তাকে টাকা দেয় নি। যাবার সময় সে আমাকে জাহান্নামি বলে গালি দিয়ে গেল (অ.ট.: আমার ছোটবোন কে আমি সারাজীবন সমীহ করে এসেছি।

তাকে কেউ সামলাতে পারতো না কারণ তার অলসতা, অতিরিক্ত খুতখুতে স্বভাবের সাথে কড়া মেজাজ এগুলো আম্মু বা বুবু সহ্য করার মত মানূষ না। সেখানে আমি ছিলাম মাটির মানুষ। আব্বু এমনিতে খুবই মজার এবং ঠান্ডা মেজাজের। তেমন বকাঝকা করে না কখনোই। তারপরও যতটুকু বকাঝকা আব্বু ছোটবেলা থেকেই বড় আর ছোট র সব অপরাধের জন্য করতো, সব আমাকেই করতো।

আমি মুখ বুজে সহ্য করে গিয়েছি সব আম্মুর কাছে দুঃখী হৃদয়ে নালিশ করতে গেছি যে আব্বু বুবুর বা চানার দোষ আর আমাকে উল্টা বকলো। আম্মু বলতো, তুই একটু নিরীহ, বুঝিস তাই তোকে বকেই ওদের বুঝায় ) ঢাকা তে গিয়ে আমার একটাই উন্নতি হয়েছে মানুষকে মুখের উপর কড়া কথা বলতে শেখা। আজকাল আমি খুবই নির্লজ্জভাবে খারাপ ব্যবহার করতে পারি। আজকে চানা আমাকে বললো, সে আমাকে ভয় পায়। কালকে রাতে আমার কাশি শুনে সে নাকি ভয় পেয়ে সারারাত ঘুমাতে পারে নি।

চানা আজকে পড়তে গিয়ে ঘূমিয়ে পড়েছিল। এখন সে বলছে তার নাকি খুবই লজ্জা লাগছে। জীবনে কখনোই সে একাজ করে নি, কিভাবে আজকে সে একাজ করলো! এ কারণেই নাকি সে কালকে পড়তে যাবে না। ইন্সট্যান্ট পার্ট ২ সামুতে একটা চোর ধরেছি গত কয়দিন হল। সে প্রায়ই বিভিন্ন ভাল ব্লগারদের তথ্যবহুল ভাল লেখা চুরি করে আর পোস্ট দিয়ে সবার কাছে থেকে প্রশংসা কুড়িয়ে বেহায়া ভংগিতে ধন্যবাদ দিচ্ছে রিপ্লাইতে।

তার কয়েকটি পোস্টে অরিজিনাল পোস্টের লিঙ্ক দিয়ে আসলো ব্লগার চটি লেখক রমজান। যে সব পোস্ট ড্রাফট করে ফেললো। একটা পোস্ট যেটা ছিল প্রাচীন সভ্যতা নিয়ে। সেটা ৩/৪টা পোস্ট এক করে লেখা। ওটাতে সে রমজানকে উপপাদ্য প্রমাণের মত কঠিন ভাবে কড়া জবাব দিল আপনি প্রমাণ করেনতো হুবুহু মেরে দেয়া কিনা ??? আমরা তাকে সব কটি পোস্টের লিংক খুজে দিয়ে এসেছিলাম।

এখন সে আমাদের কমেন্ট মুছে আমাদের ব্লক করেছে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.