বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... আসাসালামু আলাইকুম,
বর্তমান সময়ে আমরা অনেকই আমাদের বাসায় ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম (আই,পি,এস) ব্যবহার করে থাকি।
আমাদের দেশে যে ভাবে লোডশেডিং হয় তাতে আইপিএস এর প্রতি এএক্সট্রা যত্ন না নিলে কয়েক দিন পর পরই আইপিএস গুলো অকেজ হয়ে পরে। কিছু সাধারন নিয়ম কানুন মেনে চললে এটা আপনাকে কয়েক বছর পর্যন্ত সেবা দিতে পারে।
বাজারে অনেক ধরনের আইপিএস পাওয়া যায়, এর মধ্যে কিছু নামকরা ব্র্যান্ড আবার অনেক লোকাল ব্র্যান্ড এর আইপিএস ও রয়েছে। আই, পি ,এস এর ক্ষেত্রে ব্র্যান্ড বা নন ব্র্যান্ড কোন প্রভাব ফেলতে পারে না।
তবে যে আই,পি,এস ই কিনুন না কেন কেনার সময় কছু বিষয় খেয়াল রাখলেই হয়।
১। আই,পি,এস এর সঠিক ওয়াট কত
২। আইপিএস এর সর্বনিম্ন ইনপুট ভোল্টেজ কত। ( আদর্শ ভোল্টেজ ১৪০)
৩।
আই, পি,এস কত এম্প্যারএ ব্যাটারি চার্জ করে । ( আদর্শ এম্প্যার ১২)
৪। চার্জ রিলে দ্বারা নিয়ন্ত্রিত নাকি (SCR) দ্বারা (SCR চার্জ পদ্ধতি সবচাইতে ভাল এবং এতে সঠিক ভোল্টেজে চার্জ হয় ও ব্যটারি অবেক দিন ভালো থাকে)
৫। আইপিএস ওভার লোড প্রোটেক্ট কিনা।
৬।
আই পি এস এর ওভার চার্জ কাটিং ভোল্টেজ কত ( আদর্শ ভোল্টেজ ১২.৮ বা এর কাছাকাছি।
এই তো গেলো আইপিএস কেনার সময় কিছু খেয়াল রাখার মত বিষয় সমূহ। এবার আসুন জেনে নেই কিভাবে আপিএস এর যত্ন নিতে হয়। আমারা সাধারানত আইপিএস নিয়ে যে সমস্যায় বেশি পরি তা হলো ব্যকাপ সমস্যা। এই ধরনের সমস্যা হলে আমাদের যা করতে হবে তা হল-
১।
বাসার মেইন ভোল্টেজ পরীক্ষা করা।
২। ব্যটারির সাথে আইপিএস এর সংযোগ পরীক্ষা করা।
৩। ব্যটারির এবং তারের সংযোগ এর যায়গায় কার্বন জমলে তা খুলে পরিস্কার করা।
৪। ব্যটারিতে পানি আছে কিনা তা পরীক্ষা করা। (ব্যটারির চার্জ ভোল্টেজ ঠিক না থাকলে পানি শুকিয়ে যায়
- http://www.tunerpage.com/archives/33581 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।