ঈদের আগের রাতে ঈদের আয়োজন করতে করতে এমনিতেই দেরীতে ঘুম হয়। আর আমার মতো পেশায় যারা আছেন যাদের শুক্রবারেও কাজ করতে হয়, কিংবা অফ ডে বলতে প্রায়ই কিছু থাকে না তাদের জন্য ঈদের ছুটি অত্যন্ত কাঙ্খিত বিষয়। ছুটির দিনে অস্থির হয়ে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। কিন্তু ঈদের জামাত প্রতিবারই সকাল আটটা থেকে নয়টার মধ্যে হয়। এ সময়ে ঈদের জামাতে যোগ দিতে হলে সকাল ছয়টা বা সাতটায় ঘুম থেকে উঠতে হয়।
ফলে শরিরে ঘুম ঘুম রয়ে যায়। কিন্তু ঈদের জামাতটা যদি দশটায় বা এগারোটায় হতো তাহলে অসুবিধা কি ছিলো? তাহলে আমার মতো লোকজন আরামে ঘুমিয়ে উঠে ঈদের জামাতে যেতে পারতেন। এতে কি ধর্মীয় কোন বাঁধা আছে? জানি না। তবে ঈদ-উল-আজহার সময় একটা বাস্তবিক বাঁধা আছে। গরু কোরবানী করে, মাংস বানিয়ে, বিতরন করতে বেশ সময় প্রয়োজন।
তাই আগে ঈদের জামাত হলে এক্ষেত্রে সুবিধা। কিন্তু ঈদ-উল-ফিতরের জামাতের ক্ষেত্রে এ ধরনের কোন ব্যাপার দেখিনা। যাই হোক এটা আমার ব্যাক্তিগত মত যে ঈদের জামাতগুলি পিছিয়ে দেয়া উচিৎ। অথবা এমন হতে পারে যারা আগে পড়বে তাদের জন্য সকাল আটটায়। আর আমার মতো যারা ঘুম কাতুরে তাদের জন্য দশটায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।