আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকার গৃহে

mrchy_84@yahoo.com

ক্রন্দনের শব্দে যেন আকাশ ভারী হয়ে উঠছে লোকে লোকারণ্য চারিপাশ তবুও একাকি যেন আমি রঙিন চোখে আজ যেন সব সাদা কালো দেখছি নির্বাক দৃষ্টিতেই যেন তাকিয়া থাকা যশ, খ্যাতি, অর্থের মোহ কোন কিছুই আর টানছে না ভালবাসার উন্মোক্ত বাসনা, তাও যেন হয়ে পড়েছে স্থবির আজ আর কোন পিছুটান নয়, কেবলি দিগন্তপানে ছুটে চলা তবে কেন এ মায়ার বাঁধন, কেনই বা এত ভালবাসার উন্মাদনা সেই গৃহেই যাব আজ, যা ছিল নিয়তির লিখন প্রস্তুতির যেন কমতি নেই ক্রমান্নয়ে চলেছে এগিয়ে দেহের ময়লা করতে দূরীভূত দেয়া হল গরম জলের স্নান কিন্তু একি হলো মোর, অনুভূতিই হারিয়ে ফেললাম যেন সারা দেহতে জড়িয়ে দেয়া হল সুভ্রতার পোষাক বিমহিত আমি চেয়ে চেয়েই কেবলি দেখছি নিথর ঠান্ডা দেহখানা মোর সুগন্ধি আতরে যেন ভরে উঠেছে বন্ধ নাকে সৌরভের সেই আমেজ পৌছানো যেন দূষ্কর জীবনে কম জিনিষ তো চড়া হলো না, তবে চড়া হয়নি পালকি শেষবেলায় সেই ইচ্ছাও যেন হয়ে যাবে পূর্ণ অবশেষে চড়িয়া পড়িলাম সেই পালকিতে মানবকূল মন্থরগতিতে বহন করিয়া নিয়া চলিল মোরে খুশিতে কোথায় উদ্বেলিত হব, তা না বুক ফেটে আমার যেন কান্না পাচ্ছে কিন্তু শ্বাস প্রশ্বাসহীন সেই বুক যেন প্রাণহীন মরুভূমি আর লোনা পানির সাগর তাও যেন ফুরিয়ে গেছে সবার সম্মুক্ষে দাড়িয়ে বক্তব্য রাখার তিব্র আকাঙ্খা ছিল মনে বলি বলি করে তা কখনো বলা হয়ে উঠেনি আমার আজ অনেক জনসমাগম, সম্মুক্ষে কেবলি আমি হায় প্রকৃতির নিষ্ঠুরতা, জমানো অনক কথা তব আমি বাকরুদ্ধ সকলে দিয়া সম্মান, মোরে জানালো বিদায় মনে হতে লাগল কেবলি, আমি পাচ্ছি টের আমার অস্তিত্ত স্বযতনে রাখিয়ে মোরে সবাই যাচ্ছে চলি অন্ধকার গৃহে নিস্তেজ আমি একাকি রহিলাম পড়ি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।