বুধবার দুপুর দেড়টা থেকে এসব রুটে নৌচলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা।
এই আদেশে ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল নৌ-বন্দরসহ দক্ষিণের ৭৮টি ঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নৌযানগুলো যে ঘাটের কাছে রয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানেই নোঙর করার নির্দেশ দেয়া হয়েছে।
বেলা দেড়টা থেকে এ নির্দেশ কার্যকর করা হয়েছে বলেও তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।