আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ে নিন মোবাইল, ল্যাপটপ, মাউস যেকোনো ডিভাইসের জন্য আপনার পছন্দের স্টিকার

কেমন আছেন সবাই? আশা করি ভাল। ছোটবেলা থেকেই স্টিকারের সাথে আমরা সবাই পরিচিত। বইয়ের পাতা এবং বিভিন্ন জাগায় আমরা অনেক স্টিকার ব্যাবহার করেছি। এসব স্টিকারের বিশাল সমারেহ নিয়ে বাংলাদেশে এই প্রথম চালু হল “FARHANZ STICKER GALLERY’’

“FARHANZ STICKER GALLERY” হচ্ছে একটি অনলাইন ভিত্তিক স্টিকার স্টোর। যেখানে আপনি আপনার পছন্দ মত যেকোনো ছবিকে স্টিকার বানাতে পারবেন।

স্টিকার গুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং তিনটি স্তরে তৈরি।

 
১। আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ছবিকে স্টিকার বানাতে পারবেন।
২। যেকোনো ডিভাইসের জন্য স্টিকার বানাতে পারবেন।


যেমন: মোবাইল, ল্যাপটপ, মাউস, আইপড, টেবলেট, পিএসপি, গিটার ইত্যাদি।
২। স্টিকার গুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ।
৩। ব্যাবহারের সময় কোন দাগ পরবে না।


৪। কমপক্ষে ১০-১২ মাস ব্যাবহার করতে পারবেন।
৫। যেকোনো মুহূর্তে স্টিকার পরিবর্তন অথবা উঠিয়ে ফেলতে পারবেন।
৬।

স্টিকার উঠিয়ে ফেললে মোবাইল অথবা ডিভাইসে কোন দাগ পরবে না।
 

মোবাইল

ল্যাপটপ

টেবলেট

আইপড

পিএসপি

মাউস
গিটার
 
মোবাইল স্টিকার ২০০ টাকা
আইপড স্টিকার ২০০ টাকা
পিএসপি স্টিকার ২০০ টাকা
মাউস স্টিকার ২০০ টাকা
টেবলেট স্টিকার ৩০০ টাকা
ল্যাপটপ স্টিকার ৪০০ টাকা
 
১। ফেসবুক গ্রুপ থেকে ম্যাসেজ করতে হলে
ক. যেকোনো ছবি
খ. ডিভাইসের মডেল অথবা সাইজ
যেমন : micromax canvus 2
গ. আপনার মোবাইল নাম্বর
ঘ. আপনার ঠিকানা
উপরোক্ত তথ্যগুলো গ্রুপ এডমিনকে ম্যাসেজ করতে হবে।
২। ফেসবুক ফ্যানপেজ থেকে স্টিকার অর্ডার করতে হলে
ক. যেকোনো ছবি
খ. ডিভাইসের মডেল অথবা সাইজ
যেমন : micromax canvus 2
গ. আপনার মোবাইল নাম্বর
ঘ. আপনার ঠিকানা
উপরোক্ত তথ্যগুলো আমাদের ফ্যানপেজের ইনবক্সে ম্যাসেজ করতে হবে।


 
কাস্টমারদের উন্নত সেবা প্রদানের জন্য প্রতি শুক্রবার স্টিকার ডেলিভারির ব্যবস্থা রয়েছে
স্থান : বসুন্ধরা সিটি
লেবেল : ৮ (CAPRICONS)
সময় : বিকাল ৪-৬ টা
এছাড়াও ঢাকার বাহিরের কাস্টমারদের জন্য আমাদের কুরিয়ার সার্ভিস রয়েছে। এর জন্য আপনাকে বিকাশের মাধ্যমে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে। (ঢাকার কাস্টমারদের জন্য অগ্রিম পেমেন্ট প্রযোজ্য নয়)

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.