সত্য প্রকাশে আপোষহীন
জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছিলো “জাগো” চলচিত্রটি। কিন্তু সময়ের অভাবে আর দেখা হয়নি। অনেকেই ভালো মন্তব্য করেছে ছবিটির তাই অবশেষে দেখে ফেললাম “জাগো”। বাংলাদেশে কোন খেলা নিয়ে আগে চলচিত্র নির্মান হয়েছে কি না তা আমার জানা নেই তাই ছবিটি দেখার আগ্রহ জেগেছিলো। ছবিটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান।
মূল বক্তব্যে আসি, ছবিটিতে ফেরদৌস একজন ফুটবল খেলোয়াড়, মুসলমান ধর্মাবলম্বী। ছবিটিতে ঘটনাক্রমে বাস এক্সিডেন্টে ফেরদৌস আহত হয় এবং তার শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে যায়। ছবিটিতে ফেরদৌসের স্ত্রী বিন্দু (দেখানো হয়েছে মুসলমান ধর্মাবলম্বী) তার স্বামীর বেদনায় ব্যথিত দেখানো হয়। ছবিটির একটি দৃশ্যে দেখানো হয় ফেরদৌসের স্ত্রী বিন্দু গির্জায় গিয়ে ফেরদৌসের জন্য প্রার্থনা করছে যাতে সে সুস্থ হয়ে উঠে আর গির্জার একটি বেঞ্চের পাশে ফেরদৌস হুইল চেয়ারে বসে আছে।
আমার প্রশ্ন,
১) পরিচালক খিজির হায়াত খান কোন ধর্মে বিশ্বাস করেন? তিনি মুসলমান না খ্রিস্টান? তিনি কি ভুলে গেছেন যে আমরা মুসলমানেরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না।
আল্লাহ ছাড়া অন্য কারও উপর বিশ্বাস আনা শিরকের শামিল। কোন হিসাবে তিনি দুইজন মুসলমানকে গির্জায় গিয়ে প্রার্থনার দৃশ্য দেখিয়েছেন। মুসলমানদের মসজিদের বদলে গির্জায় গিয়ে প্রার্থনার আহব্বান জানিয়েছেন। মহান আল্লাহর উপর কি আপনার বিশ্বাস হারিয়ে গিয়েছিলো?
২) ফেরদৌস এবং বিন্দু বাংলাদেশের চলচিত্র জগতের জনপ্রিয় দুইজন শিল্পী। তারা কিভাবে গির্জায় গিয়ে প্রার্থনার দৃশ্যে অভিনয় করলেন; সত্যিই ধিক্কার হয় তাদের প্রতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।