আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের ক্রিকেট শ্যাষ

আমার মাঝে একজন কবিকে আমি লালন করি

পাকিস্তানের হাত ধরে আবার ক্রিকেট কলঙ্কিত! এবার সন্দেহের তীর পাকিস্তানের অধিনায়ক সালমান বাট, উইকেটরক্ষক কামরান আকমল, নতুন বলের দুই বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরসহ সাতজনের দিকে। বিখ্যাত ব্রিটিশ ট্যাবলয়েড 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড'-এর দাবি, একটি জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত পাকিস্তানের ক্রিকেটাররা লর্ডসে গতকাল শেষ হওয়া চতুর্থ টেস্টে ইচ্ছাকৃতভাবে নো বল করেছেন! এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে ছিলেন মাজহার মাজিদ নামের এক 'দালাল'। তাঁকে দেড় লাখ পাউন্ড (২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) দিয়েই ঘটনাটা 'সাজিয়েছে' সাপ্তাহিক ট্যাবলেয়ডটি! ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাজহারকে গ্রেপ্তারও করেছে ব্রিটিশ পুলিশ। মাজহারের প্রতিশ্রুতি অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ টেস্টের প্রথম দিনেই দুটো নো বল হয়েছে। প্রথমটি করেছেন আমের, ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলে।

এরপর দশম ওভারের শেষ বলটি করার সময় আসিফের পা পড়েছে দাগের বাইরে। পরদিন অর্থাৎ শুক্রবার আমেরের তৃতীয় ওভারের তৃতীয় বলটিও ছিল নো। গ্রেপ্তার হওয়ার পর মাজহার অবশ্য বাট-আসিফ-আমেরদের বাঁচানোর চেষ্টাই করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, অবৈধ পথে পাওয়া টাকাগুলো রাখার জন্য পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারকে সুইস ব্যাংকে অ্যাকাউন্টও খুলে দিয়েছেন তিনি! এখন কন পাকি ক্রিকেট কি বাঁচবো??? ওদের ক্রিকেটে এইডস হৈছে। ওরা শ্যাষ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.