যে মুখ নিয়ত পালায়......। ।
আমি তাহাদের বিবেক এবং বুদ্ধি দেখিয়া আশ্চর্য না হইয়া পারি না। তাহারা আমাদের সকলের পরিচিত পাকিস্তানি পাক ক্রিকেটার রা। খেলায় কখনো রাজনীতি বা সস্তা দেশপ্রেম টানিয়া আনার পক্ষপাতি আমি না।
সাধারন একজন ক্রিকেট পাগল দর্শক, পাড়ার মাঠের ক্রিকেটার হিসেবে কিছু জিনিস সম্পর্কে কিছু কথা বলিতে ইচ্ছা করে। পাকিস্তান ক্রিকেট টিম এককালে অনেক ভাল ছিল কিন্তু বর্তমানে তাদের অবস্থা ততটা খারাপ নাহলেও ভাল বলা যায় না। তারা খেলা দেখিলে মনে হয় দলের মধ্যে কোন একতা নাই। দলীয় কোন্দল,বল টেম্পারিং, মাদকপ্রিয়তা, ইত্যাদি নানা কারনে অনেক পাক ক্রিকেটার বার বার বহিস্কৃত হয়েছেন এবং হতে হতে পাক ক্রিকেট টিম টাকে একটি অন্তঃসার শুন্য দলে পরিনত করিয়াছেন। ইদানীং মনে হইতেছিল মোটামোটি তাহারা স্থিতি পাইয়াছে এবং শত সহস্র বাধা পার হইয়া আবার জাগিয়া উঠিতে যাইতেছে।
কিন্তু কথায় আছে “ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে”। পাক ক্রিকেটার রা স্বর্গে যান নাই তারা গিয়েছেন ইংল্যান্ডে। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে চলতি চতুর্থ ও শেষ টেস্টে পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে জুয়াড়িদের হইয়া খেলিবার অভিযোগ উঠিয়াছে।
পত্রিকা থেকেঃ প্রথম আলো। ।
তারিখ: ২৯-০৮-২০১০
পাকিস্তানের নতুন বলের বোলারদের চাহিদামতো নো বল করার প্রস্তাব দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করেছে ব্রিটিশ পুলিশ।
ব্রিটেনের সর্বাধিক বিক্রীত সংবাদপত্র নিউজ অব দ্য ওয়ার্ল্ড দাবি করেছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে পাকিস্তানের ক্রিকেটারদের এক লাখ ৫০ হাজার পাউন্ডের প্রস্তাব দেওয়া হয়। জুয়াড়িদের চাহিদা অনুসারে চোখে পড়ার মতো তিনটি নো বল করেছেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ।
পত্রিকাটির দাবি, এ ঘটনায় পাকিস্তানের অধিনায়ক সালমান বাট, উইকেটরক্ষক কামরান আকমলসহ আরও তিনজনের সংশ্লিষ্টতা রয়েছে। নিজেদের দাবির সত্যতার প্রমাণ হিসেবে কয়েকটি ছবি প্রকাশ করেছে পত্রিকাটি।
একটি ছবিতে দেখা যায়, একজন মধ্যস্থতাকারীর সঙ্গে দাঁড়িয়ে আছেন বাট।
গোপনে ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, লন্ডনভিত্তিক জুয়াড়ি মাজহার মজিদ বাজি ধরছেন, ইংল্যান্ডের ইনিংসের প্রথম ওভারেই একটি নো বল করবেন আমির। তৃতীয় ওভারের প্রথম বলেও নো বল করবেন এই বোলার। ক্রিকইনফোর পর্যবেক্ষণে দেখা গেছে, দশম ওভারের শেষ বলে করা আসিফের নো বলটিও আগে থেকে অনুমান করেছিলেন মাজহার।
স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখমাত্র বলেন, ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডের তথ্যের ভিত্তিতে ৩৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছি আমরা।
' কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে চুক্তিটি হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই লন্ডন হোটেল পরিদর্শন করেছেন তাঁরা। হোটেল থেকে বিপুল পরিমাণ অর্থ ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদেরকেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ স্কাই নিউজ টেলিভিশনকে বলেছেন, ‘পুলিশ কর্মকর্তারা হোটেলে এসে সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও কামরান আকমলের বক্তব্য রেকর্ড করেছেন। তাঁরা আমার সঙ্গেও কথা বলেছেন।
আমি তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা করব আমরা। ’
এই পাকিস্তানি ক্রিকেটারদের কার্যকলাপ দেখিয়া আমি হতভম্ব। তাহারা ছাগল তাই বলিয়া সবাই কে কীভাবে ছাগল ভাবে!! তাহারা জুয়ারীদের কাছ থেকে টাকা নিয়ে নো বল করবে আর স্কটল্যান্ড ইয়ার্ড বসে বসে আঙ্গুল চুষিবে এরকম ধারনা তাহাদের মাথায় কীভাবে আসিল তাহা বড়ই চিন্তার বিষয়। তাহারা শার্লক হোমস পড়ে নাই?? তাহার কি জানে না ওই দেশের গোয়েন্দারা তাহাদের মত গোবর ভরা মস্তিষ্ক নিয়া বসিয়া থাকে না?
পাকিস্তানি ক্রিকেটারদের শুভবুদ্ধির উদয় হোক।
সুস্থ ক্রিকেটের স্বার্থেই তাহা প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।