আমাদের কথা খুঁজে নিন

   

কিউবির নতুন অফার এবং সিটিসেল কথন

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
আজকে দেখলাম কিউবি তাদের ইন্টারনেট অফারকে নতুন করে সাজিয়েছে কিছু প্যাকেজ বাদ দিয়েছি কিছু প্যাকেজ দিয়েছে । প্যাকেজগুলো হলো প্যাকেজগুলোকে খারাপ বলা যাবেনা কারণ ৯৫০ টাকায় ১০ গিগা কিন্তু অনেক কারন আপনি যদি ব্রাউজ করে ৪ গিগাও খরচ করেন বাকী ৬ গিগায় কিন্তু ৮/৯ টা মুভি ডাউনলোড করা যাবে ।আচ্ছা যাই হোক আমি ইচ্ছা করলেও কিউবি ব্যবহার করতে পারবোনা কারণ আমার জেলায় কিউবি কখনো আসতে পারে এই স্বপ্নও আমি দেখিনা আমি স্বপ্ন দেখি আমার এলাকায় বর্তমানে যেটা আছে সেই বিটিসিএল ব্রডব্যান্ড কবে নিতে পারবো । বর্তমানে আমি সিটিসেল জুম ব্যবহার করি যার চার্জ অনেক বেশি মনে হচ্ছে । ১৫০ কেবিতে ৫ গিগার জন্য দেই ৭০০ টাকা ।আচ্ছা মানলাম এই পযর্ন্থ কিনতু যখন ২ গিগা ৩০০ কেবিতে ৮০০ টাকা বলে তখন ??ইচ্ছা করলেও বেশি স্পিডি প্যাকেজ নিতে পারছিনা কারণ একটাই টাকা ।কিউবিতে ৫ গিগা ৫১২ কেবিতে ১২৫০ টাকা আর সিটিসেলে ত গুণ বেশি মানে ৩৫০০ টাকা !!!!!!!!!!! ১৫০ কেবির প্যাকেজে আমার স্পিড ভালোই ১৮ পাই সবসময় কিন্তু এই স্পিড এখন আর ভালো লাগেনা আর চাই কিন্তু যে হারে এরা টাকা চায় কিচুই করার নাই ।সিটিসেল সবসময় ই একটু পাকনা বেশি এখন মার্কেটে কেউ নাই এরা ইচ্ছা করলে কম দামে মার্কেটটা দখল করতে পারে কিন্তু না করবেনা যখন ৩ জিআসবে আর সবাই সিটিসেলকে লাথি দিবে তখন আবার দেখবেন সোজা হয়ে যাবে তখন বলবে ৫০০ টাকায় আনলিমিটেড নেন। অন্তত কিউবির মত টাকা নিলেও চলতো ।হায় কবে সোজা হবে সিটিসেল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।