আমাদের কথা খুঁজে নিন

   

হিযবুত তাহরীর বেপরোয়া

বাঙ্গাল মানুষ
নিষিদ্ধ ঘোষণার পরও থেমে নেই হিযবুত তাহরীরের কর্মকাণ্ড। একের পর এক নতুন কৌশল নিয়ে এগুচ্ছে তারা। দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো, লিফলেট বিলি, গঠনতন্ত্র বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনসহ নানা কর্মকাণ্ড অব্যাহত রাখার পর এবার তারা প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। স¤প্রতি হিযবুত তাহরীর রাজধানীর কয়েকজন সংসদ সদস্যের কাছে প্রচারপত্র পাঠিয়েছে। গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে সংগঠনটির এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

গত কয়েক দিন আগে রাজধানীর এক সংসদ সদস্যের কার্যালয়ে গিয়ে নিরাপত্তাকর্মীর হাতে একটি খাম ধরিয়ে দেয় কয়েক যুবক। খামটি একটি জরির ফিতা দিয়ে বাঁধা ছিল। নিরাপত্তাকর্মী কিছু বুঝে ওঠার আগেই স্থান ত্যাগ করে তারা। খামটি খুলে দেখা গেছে, তাতে হিযবুত তাহরীরের ‘খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান’ নামে প্রকাশিত একটি বই রয়েছে। ওই সংসদ সদস্যের এপিএস জানান, তারা প্যাকেটটি খোলার পর হিযবুত তাহরীর বইটি দেখতে পান।

বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি সংসদ সদস্যকে জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবহিত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ওই সংসদ সদস্যই নন, রাজধানীর প্রায় সব সংসদ সদস্যকে এ ধরনের প্রচারপত্র পাঠিয়েছে হিযবুত তাহরীর। বিষয়টি দুয়েক জন সংসদ সদস্য আমলে নিলেও কেউ কেউ আবার এ নিয়ে বাড়াবাড়ি করতে চাইছেন না। মুখ খুলে জঙ্গি এই সংগঠনের টার্গেট হওয়ার আশঙ্কা কাজ করছে অনেকের মধ্যে।

হিযবুত তাহরীর গঠনতন্ত্রসহ বিভিন্ন প্রচারপত্র বিলি প্রসঙ্গে জানতে চাইলে সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, আমিও বই পেয়েছি। তবে বইয়ে কী লেখা আছে আমি পড়ে দেখিনি। বিষয়টা নিয়ে মোটেই ভাবছেন না বলে জানান তিনি। সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, সংসদ সদস্যদের কাছে এ রকম কোনো কিছু পাঠানো হচ্ছে কি না তা জানি না। আমার কাছে হিযবুত তাহরীরের কোনো গঠনতন্ত্র বা লিফলেট আসেনি।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় জঙ্গিবাদী হিযবুত তাহরীর সদস্যরা লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে বলে আমি শুনেছি। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলাম জানান, এ ধরনের বই আমি পাইনি। তবে অনেকের কাছে শুনেছি তারা পেয়েছেন। তবে মাস ছয়েক আগে তিনি ডাকযোগে কিছু প্রচারপত্র পেয়েছিলেন বলে জানান। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক জানান, তারা ঝটিকায় আসে ঝটিকায় চলে যায়।

মাঝে মাঝে ধরা পড়ে, মামলাও হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে সব থানাকে বলা আছে। বিশেষ করে জুমার দিনে সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, হিযবুত তাহরীর নিষিদ্ধ হওয়ার পরও গোপনে সংগঠনের আদর্শ ও ইসলামভিত্তিক নানা তথ্য সংবলিত বই, লিফলেট, প্রামাণ্যচিত্রের সিডি ও সংগঠনটির গঠনতন্ত্র রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় বিলি করছে। জানা গেছে, তারা এখন নতুন করে প্রতিটি প্রতিষ্ঠানে একজন করে নেতা নির্বাচিত করার চেষ্টা করছে।

এদের মধ্যে প্রফেসর, শিক্ষক এবং সাধারণ ছাত্রকে টার্গেট করেছে তারা। সূত্র জানিয়েছে, সরকারের নিষেধাজ্ঞার পর সংগঠনটির প্রকাশ্যে সভা, মিছিল-মিটিং বন্ধ হয়ে গেছে। কিন্তু সংগঠনটির কথা চিন্তা করে হিযবুত তাহরীর গোপনে তাদের পুরোনো প্রক্রিয়ায় তাদের কর্মকাণ্ড শুরু করে। টার্গেট করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা। প্রথমে এসব প্রতিষ্ঠানগুলোতে নতুন করে নেতা নির্ধারণ করা হয়।

এসব নেতারা হচ্ছেন প্রতিষ্ঠানগুলোর কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, ছাত্র বা ছাত্রনেতা। সংগঠনটির শীর্ষ পর্যায় থেকে তাদের নির্দেশ দেয়া হয়, আগের চেয়ে আরো জোরালোভাবে ছাত্রদের সংগঠনে ভেড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে কার্যক্রমের অংশ হিসেবে ইসলাম বা হিযবুত তাহরীর আদর্শভিত্তিক বিপুল পরিমাণ বই, লিফলেট এবং প্রামাণ্যচিত্র সহকারে সিডি ওইসব নেতাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। লোকচক্ষুর আড়াল করতে এসব সামগ্রী লুকিয়ে বিলি করার পরামর্শ দেয়া হয়। প্রতিনিয়ত যখন যেখানে সময় হবে তখনই ছাত্রদের নিয়ে বৈঠক করে বুঝিয়ে হিযবুত তাহরীতে উজ্জীবিত করতে বলা হয়েছে।

২০০৫ সালে হিযবুত তাহরীর এ দেশে কর্মকাণ্ড শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন দায়িত্ব নেন প্রধান সমন্বয়কের। অনেক আগ থেকেই তাদের বিরুদ্ধে জঙ্গি কানেকশনের অভিযোগ থাকলেও কোনো সরকার নিষেধ করতে পারেনি। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর অক্টোবর মাসে বাংলাদেশে হিযবুত তাহরীরের কর্মকাণ্ড নিষেধ করে। এরপর থেকে মহিউদ্দিন গোয়েন্দা নজরদারিতে ছিলেন।

পরে তাকে গ্রেপ্তার করা হয়। হিযবুত তাহরীর উত্থানও হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। ছাত্রদের যাতে কেউ সন্দেহের চোখে না দেখেন। এ কারণে তারাই সাংগঠনিক কার্যক্রমে তৎপরতা রাখতে পারবে। মূলত এসব কারণেই নতুন করে ছাত্রদের দলে ভেড়ানোর পরিকল্পনাও করেছে হিযবুত তাহরীর।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.