এরা হলেন- আনিসুর রহমান (২৬) ও রায়হান শরীফ (২২)।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে জুমার নামাজ শেষে গুলশান জামে মসজিদের সামনে ‘রাষ্ট্রবিরোধী’ লিফলেট বিতরণের সময়ে আনিসকে গ্রেপ্তার করা হয়।
প্রায় একই সময়ে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে লিফলেট বিতরণের সময় রায়হানকে গ্রেপ্তার করা হয় বলে সার্জেন্ট মশিউর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মসজিদের ভেতরে দুজন রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ করছে খবর পেয়ে পুলিশ ভেতরে ঢুকে রায়হানকে গ্রেপ্তার করে। তার সঙ্গে থাকা আরেকজন পুলিশ দেখে পালিয়ে যায়।”
রায়হানের কাছ থেকে বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়েছে জানিয়ে সার্জেন্ট মশিউর বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।