গত ২৬ আগস্ট ২০০৯ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। শিক্ষক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ৬টি প্রাইভেট কার ও ৪টি সিএনজি ভাংচুর করে। গত বছর জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক পরিমল সাহার স্ত্রী অনিমা রানী সাহা সকালে প্রাইভেট গাড়ির ধাক্কায় নিহত হন। এখন অবস্থা এমন হয়েছে যে, ক্যাম্পাসে চলাচল করতে গেলে সর্বদা তটস্থ থাকতে হয়, কোনদিন দিয়ে না আবার গাড়ি চাপা দিয়ে যায়।
ক্যাম্পাসে যান্ত্রিক যানবাহন যেমন দূর্ঘটনার কারণ, তেমনি দিন দিন এর সংখ্যাধিক্যের কারণে দূষণও বেড়ে চলেছে। এই বায়ূ ও শব্দদূষণ একদিকে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে আবার অন্যদিকে অতিরিক্তি শব্দ শান্ত ও মনোরম পরিবেশ নষ্ট করছে, ব্যাঘাত সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পড়ালেখায়।
ক্যাপ্মাসে নিরাপদ ও দূষণমূক্ত পরিবেশের জন্য যান্ত্রিক যানবাহন নিষিদ্ধ করা প্রয়োজন। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহৃত বাহনসমূহ একটি নির্দ্দিষ্ট গতিতে চলার জন্য এই নিষেধাজ্ঞার আওয়ামুক্ত থাকবে। আশা করি ঢাকা বিশ্বাবদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে ক্যাম্পাসকে যান্ত্রিক যানমুক্ত করার পদক্ষেপ নেবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।