আমাদের কথা খুঁজে নিন

   

জরায়ু ক্যান্সার থেকে মুক্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা মনিষার; তিনি সৃষ্টিকর্তার নির্দেশিত পথে ফিরে আসবেন কি?

জরায়ু ক্যান্সার ধরা পড়ার পর অনেকটা লোকচক্ষুর অন্তরালেই ছিলেন বলিউড অভিনেত্রী মনিষা কৈরালা। তিনি এখন ক্যান্সারমুক্ত এবং এটাকে তিনি তার পুনর্জন্ম বলে অভিহিত করেছেন। বিয়াল্লিশ বছর বয়সী মনিষা বুধবার ডাক্তারের কাছ থেকে এ সুসংবাদটি পান। আর সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ আনন্দ ভাগ করে নেন সব ভক্তদের সাথে। তিনি বলেন, ‘যখন শুনলাম আমি ক্যান্সারমুক্ত, আনন্দে কেঁদে ফেলেছি।

আমাকে পরিপূর্ণ সুস্থ হতে এবং হারানো স্বাস্থ্য পুনরুদ্ধার করতে আরও অপেক্ষা করতে হবে। আপনাদের প্রার্থনা ও ভালবাসা আমাকে বাঁচিয়েছে। আর আমার বিশ্বাস আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। ’ তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান এবং প্রার্থনা ও ভালবাসার জন্য তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মনিষাকে গত বছরের ২৮ নভেম্বর মুম্বাই এর জাশোক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্যে তাকে আমেরিকা নিয়ে যাওয়া হয়।

আগামী জুলাই মাসেই তিনি দেশে ফিরতে চান। উল্লেখ্য, বলিউড অভিনেত্রী মনিষা কৈরালার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘দিল সে’, ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘সওদাগর’ সমালোচকদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়েছিল। সম্প্রতি তিনি রামগোপাল ভার্মার ‘ভূত রির্টান্স’ ছবিতেও কাজ করেছেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।