যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
লুকাতে গিয়েছি আমি
কত সমুদ্র কত ঢেউয়ের ভাঁজে ভাঁজে
পাশ ফিরে শুয়ে থাকা বালিশটার ও মাথায়
ফেলে আসা সর্ম্পকের জালে
প্রেমিক প্রেমিকার বুকে বুকে
মহানগরের অলিতে গলিতে
নিয়তির পূঁজোর থালিতে
সেই কবে ফেলে আসা বোধ থেকে
পালিয়েছি ভাঙ্গনের হাত ধরে
কিছু স্বপ্ন আর কিছু খাবার নিয়ে
চোরা-মন সাথী করে
প্রকৃতির পিছু পিছু
নতুন শেখা শব্দ আর আধ খাবলা
চেতনার রুটি মুচড়ে রাখা বুক পকেটে;
সে মরে যাবার পরও
তার শুকিয়ে যাওয়া সুবাস
ভেসে রয়
জরায়ু শিখিয়েছিলেন, তার মতই
ছুটে বেড়িয়ে, বাঁচতে এবং বাঁচাতে
এমনি আরো অনেক কিছুই
দুরন্ত ঘোড়া যেন এক
অবিশ্রান্ত বেঁচে থাকা
কখনো নিথর লড়াইয়ে নিমগ্ন সহকারী শুধু
কখনো মানব, দেবী কখনো, উপাচারের মধু
তাই পালাতে আমার লজ্জা লাগেনি এতটুকু
প্রথা, পারঙ্গমতা আর যোগ্যতা থেকে
বিছানো জালে নর্তকী সেজে বসে থাকতেও
হয়নি অভিমান
হয়ত ক্ষুধায় কাতর হয়েছি কখনো
ছুঁড়ে ফেলে দিলে ব্যাথা পেয়েছি
আমার সবটুকু খুলে
হিজড়া বলে গালি দিলে
একটু কেঁদেছিও নিশ্চয়ই
শরীরের যতটুকু দাগ এখনো আছে বেঁচে
স্মৃতির পরতে পরতে
পোড়া পার্চমেন্টের মত
সেখানে এখনো পাই রক্তের সূতিকা
সমষ্টির কোষে কোষে আত্মপরিচয়ের উত্তাপ
অত:পর পালিয়েছি সেখান থেকেও
ভালো লাগেনি কখনো এমন নিশ্চয়তার ভাঁপ
আমি পালিয়ে চলেছি অতীত থেকে বর্তমানে
বর্তমানে লুকিয়ে ভবিষ্যতের দিকে
পালাতে আমার কখনো হয়নি ভয়
তবু মাঝে মাঝে ক্লান্ত হলে
জরায়ুকে প্রশ্ন করি,
কি লাভ পালিয়ে
পালিয়ে কি হয়
স্মিত হেসে, উত্তর আসে
এমন পালাতে পালাতেই তো
সহস্রাব্দের জন্ম হয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।