আমাদের কথা খুঁজে নিন

   

জয়তু জরায়ু

সকলেই কবি নয় কেউ কেউ কবি...

কাজল রশীদ শুকনো পাতারা যখন স্তুপীকৃত শালবনে বাজায় বিষের বাঁশি, নিজেকে পিছনে ফেলে ক্ষিপ্র সময়ান্তর কেবল বিষাদ ছড়ায় , শিকড়ের বিকল অসুস্থতা আরাধিত জরায়ুতে লুকিয়ে থাকে । আর বিষাদের গন্ধে আরতি সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে ভিজে পাতারা । চারপাশে প্রতিবেশী দামামা বেজে উঠে করুণ আর অথর্ব সুরে। উঠোনে ছড়ানো ছিটানো ধুতুরা বিষ ছড়াচ্ছে সন্নিবদ্ধ সংকল্পে । যেহেতু কোন আগুনের শাঁস অমিয় নয়, জলের কেশর দীর্ঘস্থায়ী নয়, , নয় কোন হৃৎপিন্ডে ঘোর-লাগা নিবিড় বাঁক ক্ষণস্থায়ী ,বৃক্ষের গ্রন্থিত চক্র থেকে মুক্ত হউক অস্থিফুল , লড়াইকান্ত বনসাই - কুরুক্ষেত্র অতিক্রম করে বৃষ্টির ট্রেন ছুটে চলুক সুরম্য গন্তব্যে -জয়তু জরায়ু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।